ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

শেষ মুহূর্তে ভারত দলে যোগ দিলেন পাড়িক্কল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২২, ২১ নভেম্বর ২০২৪  
শেষ মুহূর্তে ভারত দলে যোগ দিলেন পাড়িক্কল

ইনজুরির কারণে পার্থ টেস্টে খেলা হচ্ছে না শুভমান গিলের। অন্যদিকে দ্বিতীয় সন্তানের বাবা হতে যাওয়ার কারণে বর্ডার-গাভাস্কার ট্রফিতে খেলতে পারছেন না অধিনায়ক রোহিত শর্মাও। তাদের দুজনের পরিবর্তে দলের ব্যাটিং শক্তি বাড়াতে শেষ মুহূর্তে যুক্ত করা হয়েছে দেবদত্ত পাড়িক্কলকে। যিনি ভারত ‘এ’ দলের হয়ে অস্ট্রেলিয়া সফর করেছিলেন। দেশে ফেরার আগ মুহূর্তে আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর)) বিকেলে তাকে পার্থ টেস্টের দলে যুক্ত করা হয়।

এ বিষয়ে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) এক বিবৃতিতে জানিয়েছে, দেবদত্ত পাড়িক্কল ভারত দলে যোগ দিয়েছে। বর্ডার-গাভাস্কার ট্রফিকে সামনে রেখে জাতীয় দলের খেলোয়াড়দের সাথে অনুশীলন করার পর বাহাতি এই ব্যাটসম্যান তার অভিজ্ঞতা ও আনন্দের কথা জানিয়েছেন।

২৪ বছর বয়সী কর্ণাটকের এই ব্যাটসম্যানের টেস্ট অভিষেক হয়েছিল চলতি বছরের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে। ধর্মশালায় সেই টেস্টের এক ইনিংসে ৬৫ রান করেছিলেন তিনি। দুলীপ ট্রফিতে তিনটি ফিফটি করে ভারত ‘এ’ দলে জায়গা পান অস্ট্রেলিয়া সফরে। ‘এ’ দলের সফর শেষে থেকে গেলেন জাতীয় দলের সঙ্গেও।

আরো পড়ুন:

পাড়িক্কল দলে ডাক পেলেও ধারনা করা হচ্ছে টিম ম্যানেজমেন্ট অভিমন্যু ইশ্বরণকে সুযোগ দিবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থ টেস্টে তার অভিষেক হয়ে যেতে পারে।

আগামীকাল শুক্রবার বাংলাদেশ সময় সকালে (৮টা ২০ মিনিট) শুরু হবে অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার প্রথম টেস্ট।

বর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতের স্কোয়াড:
রোহিত শর্মা (অধিনায়ক), জাসপ্রিত বুমরাহ (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, অভিমন্যু ইশ্বরণ, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), সরফরাজ খান, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণা, হরষিৎ রানা, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর ও দেবদত্ত পাড়িক্কল।

রিজার্ভ: মুকেশ কুমার, নবদীপ সাইনি ও খলিল আহমেদ।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়