ঢাকা     শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৭ ১৪৩১

শিরোপা ধরে রাখার মিশনে যুব এশিয়া কাপের দল ঘোষণা  

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৮, ২১ নভেম্বর ২০২৪   আপডেট: ২১:৪১, ২১ নভেম্বর ২০২৪
শিরোপা ধরে রাখার মিশনে যুব এশিয়া কাপের দল ঘোষণা  

শিরোপা ধরে রাখার মিশনে যুব এশিয়া কাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টুর্নামেন্টটির গত আসরে প্রথমবার চ্যাম্পিয়নশিপের স্বাদ পায় লাল-সবুজের দল। 

বৃহস্পতিবার (২১ অক্টোবর) সন্ধ্যায় ১৪ সদস্যের দল ঘোষণা করে ক্রিকেট বোর্ড। আরব আমিরাতে ২৯ নভেম্বর থেকে শুরু হবে বাংলাদেশসহ ৮ দলের এই টুর্নামেন্ট।

দলটির নেতৃত্বে আছেন আজিজুল হাকিম তামিম। সহ-অধিনায়ক হিসেবে আছেন জাওয়াদ আবরার। আগামী রোববার যুবাদের ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। শারজাহতে মঙ্গলবার ভারতের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে যুবারা।

আরো পড়ুন:

‘বি’ গ্রুপ থেকে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ আফগানিস্তান। ২৯ নভেম্বর মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ নেপাল ও শ্রীলঙ্কা। ১ ডিসেম্বর নেপাল আর ৩ ডিসেম্বর লঙ্কানদের মুখোমুখি হবে তারা। ৮ ডিসেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে এবারের যুব এশিয়া কাপের।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ স্কোয়াড:
জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), রিফাত বেগ, আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), সামিউন বশির রাতুল, দেবাশিষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন, রাফিউজ্জামান রাফি, ফরিদ হাসান ফয়সাল, মারুফ মৃধা, শিহাব জেমস, আশরাফউজ্জামান বরেণ্য ও সাদ ইসলাম রাজিন। 

স্ট্যান্ডবাই:
কালিম সিদ্দিক আলিন, শাহরিয়ার আজমির, ইয়াসির আরাফাত ও সানজিদ মজুমদার।

ঢাকা/রিয়াদ/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়