ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

বল হাতে সেরা সাকিব, দলের হার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১০, ২১ নভেম্বর ২০২৪   আপডেট: ২২:১২, ২১ নভেম্বর ২০২৪
বল হাতে সেরা সাকিব, দলের হার

আবুধাবি টি-টেন লিগ হার দিয়ে শুরু করলো সাকিব আল হাসানদের বাংলা টাইগার্স। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে নিজেদের প্রথম ম্যাচে স্যাম্প আর্মির মুখোমুখি হয় সাকিব-শানাকারা। যায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলা টাইগার্স আগে ব্যাট করে ১ উইকেটে ১০৬ রান করে ১০ ওভারে। জবাবে ৯.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০৮ রান করে জয় নিশ্চিত করে স্যাম্প আর্মি।

সাকিব বল হাতে ২ ওভারে ১৫ রান দেয় ২টি উইকেট নেন। জশ লিটল ২ ওভারে ১৪ রান নিয়ে নেন ১টি উইকেট।

স্যাম্প আর্মির ফাফ ডু প্লেসিস ১৪ বলে ২ চার  ২ ছক্কায় করেন সর্বোচ্চ ২৯ রান। জ্যাক টেইলর ১৩ বলে ১ চার ও ২ ছক্কায় অপরাজিত ২৭ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। অ্যান্ড্রিস গাস ১২ বলে ২ ছক্কায় করেন ২৪ রান।

আরো পড়ুন:

তার আগে বাংলা টাইগার্সের দাসুন শানাকা ২৭ বলে ৪টি চার ও ৬ ছক্কায় অপরাজিত ৬২ রান করেন। তার সঙ্গে ৩ চার ও ১ ছক্কায় অপরাজিত ৩৫ রান করেন হযরতউল্লাহ জাজাই। ৫ রান করে আউট হন লুকমান ফয়সাল।

অপরাজিত ২৭ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন স্যাম্প আর্মির জ্যাক টেইলর।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়