আম্পায়ারের সঙ্গে অসদাচরণ আর চেয়ার ভেঙে নিষিদ্ধ আকবর
চলমান জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) দুই ম্যাচে নিষিদ্ধ হয়েছেন আকবর আলী। রংপুর বিভাগের অধিনায়কের দায়িত্বে ছিলেন যুব বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার। সঙ্গে জরিমানা গুণতে হবে ম্যাচ ফির ৯৫ শতাংশ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টুর্নামেন্ট কমিটির ম্যানেজার আরিফ রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন বিষয়টি।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে মুঠোফনে আরিফ বলেন, ‘বিসিবির আচরণবিধির ২.৮ ধারা ভঙ্গ করায় আকবর আলী চারটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন। এ কারণে তিনি নিষিদ্ধ হয়েছেন।’
মাঠে ম্যাচ চলাকালীন অখেলোয়াড়সুলভ আচরণ করায় ২.৮ ধারায় আকবরকে শাস্তি দেওয়া হয়। এনসিলের সবশেষ ম্যাচে বরিশালের বিপক্ষে আকবর অসাদাচরণ করেন।
ম্যাচের তৃতীয় দিন মাঠে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ান আকবর। চতুর্থ দিন ছড়িয়ে যায় মাত্রা। কট বিহাইন্ডের আবেদনে সাড়া না দেয়ায় আম্পায়ারদের সঙ্গে অসাদাচরণ করেন আকবর। এরপর মধ্যাহ্ন বিরতিতে ড্রেসিংরুমে ফিরে গিয়ে লাথি দিয়ে ভেঙে ফেলেন চেয়ার।
রাজশাহীতে রংপুর-বরিশাল ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হয়। আকবর প্রথম ইনিংসে করেন ২১ রান। দ্বিতীয় ইনিংসে তাকে নামতে হয়নি। তার আগেই শেষ হয় ম্যাচ।
ঢাকা/রিয়াদ/আমিনুল