গতির ঝড় নিয়ে বাংলাদেশের অপেক্ষায় ওয়েস্ট ইন্ডিজ
ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল।
বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগেই অ্যান্টিগা টেস্টের দল ঘোষণা করে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাটিতে বাংলাদেশকে গতি দিয়ে নাজেহাল করার পরিকল্পনা নিয়েই মাঠে নামবে ক্যারিবীয়রা। তারা একাদশ সাজিয়েছে পাঁচ পেসার নিয়ে; চার বিশেষজ্ঞ পেসারের সঙ্গে এক পেস বোলিং অলরাউন্ডার।
শুক্রবার (২২ নভেম্বর) অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে প্রথম টেস্ট। এই টেস্টের আগেই একাদশ ঘোষণা করে লড়াই জমিয়ে দিলো ওয়েস্ট ইন্ডিজ।
পাঁচ পেসারের নেতৃত্বে আছেন অভিজ্ঞ কেমার রোচ। এছাড়াও বল হাতে ঝড় তুলতে প্রস্তুত আলজারি জোসেফ, জেডন সিলস ও শামার জোসেফ। তাদের সঙ্গে থাকবেন অলরাউন্ডার জাস্টিন গ্রিভস।
দলে বিশেষজ্ঞ ব্যাটার আছেন চারজন। অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটের সঙ্গে, আলিক আথানেজ, কেসি কার্টি ও জশুয়া ডি সিলভা। সেই সঙ্গে দুই স্পিনিং অলরাউন্ডার কাভিম হজ ও মিকাইল লুইস।
অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের কোনো সুখস্মৃতি নেই। বাংলাদেশের সবশেষ দুটি ওয়েস্ট ইন্ডিজ সফরেও প্রথম টেস্ট ছিল অ্যান্টিগায় এবং দুবারই ক্যারিবীয়দের গতির সামনে পড়ে নাজেহাল হয়েছিল।
২০১৮ সালে অ্যান্টিগায় প্রথম ইনিংসে ৪৩ রানে অল আউট হয়েছিল বাংলাদেশ, সেই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে এক ইনিংসে ব্যাটই করতে হয়নি। বাংলাদেশ হেরেছিল ইনিংস ব্যবধানে। ২০২২ সালে প্রথম ইনিংসে ১০৩ রানে গুটিয়ে হার ৭ উইকেটের।
এবার দলের সঙ্গে নেই নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেই সঙ্গে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমও আছেন বাইরে। দায়িত্ব বর্তেছে মেহেদী হাসান মিরাজের কাঁধে। দেখা যাক, মিরাজের নেতৃত্বে বাংলাদেশ আগের সমীকরণ পাল্টে দিতে পারে না-কি আরেকটি পরাজয় আপন করে নেয়।
প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের একাদশ: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), মিকাইল লুইস, আলিক আথানেজ, কেসি কার্টি, জশুয়া ডি সিলভা, জাস্টিন গ্রিভস, কাভিম হজ, আলজারি জোসেফ, শামার জোসেফ, কেমার কোচ, জেডন সিলস।
ঢাকা/বিজয়