ঢাকা     শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৬ ১৪৩১

আইপিএল নিলামে আর্চার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৮, ২২ নভেম্বর ২০২৪   আপডেট: ১১:৫৯, ২২ নভেম্বর ২০২৪
আইপিএল নিলামে আর্চার

ইংল্যান্ডের পেসার জোফরা আর্চার।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে নাম দিয়েছেন ইংল্যান্ডের পেসার জোফরা আর্চার। নিলামের মাত্র তিনদিন আগে নাম নিবন্ধন করেছেন এই পেসার। আনুষ্ঠানিকভাবে ফ্র্যাঞ্চাইগুলোকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো। সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপির ক্যাটাগরিতে নাম লিখিয়েছেন আর্চার। 

এর আগে ফ্র্যাঞ্চাইজিদের কাছে ৫৭৪ জন ক্রিকেটারের শর্টলিস্ট পাঠিয়েছিল আইপিএল কর্তৃপক্ষ। সেই তালিকায় ছিলো না আর্চারের নাম। সেই সঙ্গে তার সতীর্থ মার্ক উডের নামও ছিলো অনুপস্থিত। যা সবাইকে বিস্মিত করেছিল। কারণ দুজনই নিলামের জন্য নিবন্ধন করেছিলেন। 

গেল আসরে চোটাক্রান্ত ছিলেন আর্চার, যে কারণে তাকে আইপিএল খেলা থেকে বিরত রাখে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। তবে এবারের আসরের নিলামে নাম না দিলে বড় আর্থিক ক্ষতি হতো আর্চারের। আইপিএলের নতুন নিয়মানুযায়ী, আগে আইপিএল খেলেছে এমন ক্রিকেটারের কেউ যদি মেগা নিলামে নাম না দেন, তাহলে পরের দুই আসরের মিনি নিলামেও নাম দিতে পারবেন না। 

আরো পড়ুন:

আইপিএলের আগের আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন আর্চার। ২০২৩ সালের ঐ আসরেই চোট পেয়ে দীর্ঘদিনের জন্য ক্রিকেটের বাইরে চলে যেতে হয় তাকে। এরপর চলতি বছরের মে মাসে ক্রিকেটে ফিরেন এই ডানহাতি পেসার।

এখন পর্যন্ত আইপিএলে ৪০ ম্যাচ খেলে আর্চার শিকার করেছেন ৪৮ উইকেট। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়া ২০২০ সালের আইপিএলে আর্চার আলো ছড়িয়েছেন। রাজস্থান রয়্যালসের হয়ে ২০ উইকেট শিকার করে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন এই ইংলিশ পেসার। 

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়