ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

মাঠে খেলবেন স্বামী, ধারাভাষ্য দেবেন স্ত্রী

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৪, ২২ নভেম্বর ২০২৪   আপডেট: ১২:০১, ২২ নভেম্বর ২০২৪
মাঠে খেলবেন স্বামী, ধারাভাষ্য দেবেন স্ত্রী

স্ত্রী রাচেলের সঙ্গে অস্ট্রেলিয়ান ক্রিকেটার উসমান খাজা।

বোর্ডার-গাভাস্কার ট্রফি এলেই আলাদা একটা উন্মাদনা চারদিকে ঘিরে ফেলে। এবারও তার ব্যক্তিক্রম হচ্ছে না। এর মধ্যেই আলোচনায় এসেছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার উসমান খাজার স্ত্রী রাচেল খাজা। এই সিরিজে ধারাভাষ্য প্যানেলে দেখা যাবে তাকে। 

স্বামী খাজা যখন মাঠে অস্ট্রেলিয়ার হয়ে লড়বেন, ধারাভাষ্যকার কক্ষে থাকবেন রাচেল। চ্যানেল সেভেনের ধারাভাষ্য প্যানেলে থাকছেন তিনি। তার সঙ্গে আরও থাকছেন কিংবদন্তি সব ক্রিকেটার।

রাচেলের সঙ্গে ধারাভাষ্যে দেখা যাবে গ্রেগ ব্লিউইট, জেমস ব্রেশো, ট্রেন্ট কোপেল্যান্ড, অ্যারন ফিঞ্চ, ডেমিয়েন ফ্লেমিং, সুনীল গাভাস্কার, ম্যাথু হেইডেন, সাইমন ক্যাটিচ, টিম লেন, জাস্টিং ল্যাঙ্গার, মেল ম্যাকলাহলিন, অ্যালিসন মিচেল, অ্যালিস্টার নিকোলসন ও রিকি পন্টিংকে।

আরো পড়ুন:

এছাড়া ফক্স এর ধারাভাষ্য প্যানেলে আছেন হার্শা ভোগলে, অ্যালান বর্ডার, অ্যাডাম গিলক্রিস্ট, ইসা গুহ, মার্ক হাওয়ার্ড, মাইক হাসি, ব্রেন্ডন জুলিয়ান, ব্রেট লি, কাঠ লুগনান, কেরি ও'কিফ, রবি শাস্ত্রী, মাইকেল ভন, ডেভিড ওয়ার্নার ও মার্ক ওয়াহ।

শুক্রবার (২২ নভেম্বর) পার্থে প্রথম টেস্ট দিয়ে শুরু হয়েছে বোর্ডার-গাভাস্কার ট্রফি শুরু হচ্ছে শুক্রবার (২২ নভেম্বর)। 

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়