ঢাকা     শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৮ ১৪৩১

অস্ট্রেলিয়ার তোপে ১৫০ রানেই গুটিয়ে গেল ভারত

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৪, ২২ নভেম্বর ২০২৪   আপডেট: ১৪:৫৮, ২২ নভেম্বর ২০২৪
অস্ট্রেলিয়ার তোপে ১৫০ রানেই গুটিয়ে গেল ভারত

দেবদূত পাড়িক্কালকে ফিরিয়ে হ্যাজেলউডের উল্লাস।

পার্থের পিস পেসারদের জন্য স্বর্গরাজ্য। বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টের প্রথম ইনিংসেও আরেকবার সেটা দেখা গেল। তাতে আগে ব্যাট করতে নেমে মিচেল স্টার্ক-জস হ্যাজেলউডদের গতির তোড়ে উড়ে গেল ভারত। প্রথম ইনিংসে ১৫০ রানেই গুটিয়ে গেছে জাসপ্রীত বুমরাহর দল।

শুক্রবার (২২ নভেম্বর) আগে ব্যাট করতে নেমে পুরো দুই সেশনও টিকলো না ভারতের ইনিংস। ব্যাট করতে নেমে দুইজন বাদে কোনো ভারতীয় ব্যাটারই অজি বোলিং লাইনআপের জবাব দিতে পারেননি।

ভারতের ইনিংসে শেষ ব্যাটার হিসেবে আউট হয়েছেন নিতীশ রেড্ডি। তার করা ৪১ রানই হয়ে রইলো ভারতের ইনিংসে সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান এসেছে ঋষভ পন্তের ব্যাট থেকে। এই দুজন ৪৮ রানের জুটি গড়ে দলকে রক্ষা করেছেন লজ্জার হাত থেক।

আরো পড়ুন:

এর আগে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারের প্রথম বলেই মিচেল স্টার্ককে উইকেট বিলিয়ে দেন যশস্বী জয়সওয়াল। গালিতে ক্যাচ নিয়েছেন ম্যাকসুয়েনি। এরপর দেবদূত পাড়িক্কালও টিকতে পারেননি। হ্যাজলউডের বেরিয়ে যাওয়া বলে ব্যাট ছুঁইয়ে ফিরে গেছেন কোনো রান না করেই। ক্যাচ নিয়েছেন অ্যালেক্স ক্যারি।

এরপর কোহলিকেও ফেরান হ্যাজেলউড। হ্যাজেলউডের শর্ট বল লাফিয়ে কোহলির ব্যাটের ওপরের অংশে লেগে সোজা প্রথম স্লিপে দাঁড়ানো উসমান খাজার হাতে জমা পড়ে। ১২ বলে ৫ রান করেছেন কোহলি। এ নিয়ে সবশেষ পাঁচ ইনিংসে কোহলির রান- ৫, ১, ৪, ১৭, ১!

দলের পঞ্চাশের আগে ফিরে যান লোকেশ রাহুলও। মিচেল স্টার্কের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন লোকেশ রাহুল। করেছেন ৭৪ বলে ২৬ রান। লাঞ্চ বিরতি থেকে ফিরে ধ্রুব জুরেলকে তুলে নেন মার্শ।  জুরেল ফিরেছেন ২০ বলে ১১ রান করে। 

এরপর ৪ রান করে ফিরে যান ওয়াশিংটন সুন্দরও। জুটি বাঁধেন পন্ত ও রেড্ডি। পন্ত ছিলেন আগ্রাসী। মাঝে একবার জীবনও পান। তবে কাজে লাগাতে পারলেন না। কামিন্সের অফ স্টাম্পের সামান্য বাইরের বলটি ফ্লিক করতে গিয়ে গেল দ্বিতীয় স্লিপে স্মিথের হাতে ধরা পড়েন ৭৮ বলে ৩৭ রানের ইনিংস খেলে।

এরপর শুধুই উইকেটের মিছিল। এক প্রান্ত আগলে যেটা শুধু দেখে গেছেন রেড্ডি। মাঝে ফিরে গেছেন হার্শিত রানা ও বুমরাহ। ফলে দুইশও পার করতে পারেনি ভারতীয়রা।

অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন হ্যাজেলউড। সমান ২টি করে উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক, প্যট কামিন্স ও মিচেল মার্শ।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়