ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

পার্থে উইকেট বৃষ্টি, দিন শেষে এগিয়ে ভারত

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১০, ২২ নভেম্বর ২০২৪   আপডেট: ১৮:১০, ২২ নভেম্বর ২০২৪
পার্থে উইকেট বৃষ্টি, দিন শেষে এগিয়ে ভারত

পার্থ টেস্টের প্রথম দিনে যথারীতি চললো পেসারদের দাপট। এদিন সব মিলিয়ে ৭৬.৪ ওভার খেলা হয়। ভারত ও অস্ট্রেলিয়ার মোট রান হয় সব মিলিয়ে ২১৭। কিন্তু উইকেটের পতন ঘটে ১৭টি। সবগুলো উইকেটই নিয়েছেন পেসাররা। 

ভারত টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভারে ১৫০ রানে অলআউট হয়। জবাবে ২৭ ওভারে ৭ উইকেট হারিয়ে ৬৭ রান তুলে প্রথম দিন শেষ করে অস্ট্রেলিয়া। ভারতের চেয়ে তারা পিছিয়ে আছে ৮৩ রানে। অ্যালেক্স ক্যারি ১৯ ও মিচেল স্টার্ক ৬ রানে অপরাজিত আছেন। তারা দুজন আগামীকাল শনিবার সকালে দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবেন।

এদিন টস জিতে ব্যাট ব্যাট করতে নেমে সকাল সকালই অস্ট্রেলিয়ার পেসারদের তোপের মুখে পড়ে ভারতের ব্যাটসম্যানরা। দলীয় সংগ্রহ ৭৩ রানে যেতে না যেতেই তারা হারিয়ে বসে ৭ উইকেট। আট নম্বরে ব্যাট করতে নামা নিতিশ কুমারের ব্যাটে ভর করে শেষ পর্যন্ত তারা ১৫০ রান পর্যন্ত যেতে পারে। যা অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম ইনিংসে ভারতের সর্বনিম্ন দলীয় সংগ্রহ।

আরো পড়ুন:

নিতিশ ৬টি চার ও ১ ছক্কায় করেন সর্বোচ্চ ৪১ রান। ঋষভ পন্ত ৩ চার ও ১ ছক্কায় করেন ৩৭ রান। সপ্তম উইকেটে তারা দুজন দলীয় সংগ্রহে মহামূল্যবান ৪৮টি রান যোগ করেন।

তাদের বাইরে লোকেশ রাহুল ৩ চারে ২৬ ও ধ্রুব জুরেল করেন ২ চারে ১১ রান। বাকিদের কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের কোটা।

বল হাতে অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড ৪টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও মিচেল মার্শ।

জবাব দিতে নেমে অস্ট্রেলিয়ার শুরুটা হয় আরও ভয়াবহ। তারা ৪৭ রানেই হারিয়ে বসে ৬ উইকেট। ৫৯ রানে যেতে আরও একটি। সেখান থেকে ক্যারি ও স্টার্ক দলীয় সংগ্রহকে ৬৭ পর্যন্ত নিয়ে দিন শেষ করে আসেন।

ব্যাট হাতে নাথান ম্যাকসুয়েনি ১০, উসমান খাজা ৮, স্টিভেন স্মিথ ০, ট্র্যাভিস হেড ১১, মিচেল মার্শ ৬, মার্নাস ল্যাবুশেন ২ ও প্যাট কামিন্স ৩ রানে আউট হন।

বল হাতে ভারতের বুমরাহ ১০ ওভারে ৩ মেডেনসহ ১৭ রান দিয়ে ৪টি উইকেট নেন। মোহাম্মদ সিরাজ ২টি ও হরষিত রানা নেন ১টি উইকেট।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়