ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

ওয়ালটন-ডিআরইউ ক্রীড়া উৎসবের পুরস্কার বিতরণ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩০, ২২ নভেম্বর ২০২৪   আপডেট: ১৭:৫৬, ২২ নভেম্বর ২০২৪
ওয়ালটন-ডিআরইউ ক্রীড়া উৎসবের পুরস্কার বিতরণ

‘ওয়ালটন-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৪’ এর সমাপনী ও পুরস্কার বিতরণী আজ শুক্রবার (২২ নভেম্বর, ২০২৪) বিকেলে রাজধানীর সেগুনবাগিচাস্থ ডিআরইউ’র নসরুল হামিদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এ সময় পুরুষ সদস্যের ১০টি ইভেন্টের বিজয়ীদের, নারী সদস্যদের ৫টি ইভেন্টের বিজয়ীদের এবং বর্ষসেরা নারী ও পুরুষ অ্যাথলেটদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি মো. নাসের শাহরিয়ার জাহেদী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন) ও অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর মো. রবিউল ইসলাম মিলটন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউ’র সভাপতি মো. সৈয়দ শুকুর আলী শুভ। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. মহি উদ্দিন। আর সঞ্চালনায় ছিলেন ক্রীড়া সম্পাদক মো. মাহবুবুর রহমান।

আরো পড়ুন:

ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পৃষ্ঠপোষকতায় ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে গেল ২১ অক্টোবর দাবা ইভেন্ট দিয়ে শুরু হয়েছিল ‘ওয়ালটন ডিআরইউ-ক্রীড়া উৎসব-২০২৪।’ আর গেল ৬ নভেম্বর পুরুষ সদস্যদের ক্যারম একক ইভেন্টের মধ্য দিয়ে শেষ হয়েছিল এবারের আসর।

এবারের আয়োজনে পুরুষ সদস্যদের ১০টি ইভেন্টের মধ্যে ছিল— দাবা, ক্যারম (একক), অকশন ব্রিজ, কলব্রিজ, রামি, অ্যাথলেটিকস (২০০ মিটার), গোলক নিক্ষেপ, সাঁতার, আর্চারি ও শ্যুটিং। নারী সদস্যদের ৫টি ইভেন্টের মধ্যে ছিল— অ্যাথলেটিকস (১০০ মিটার), ক্যারম (একক), লুডু, শ্যুটিং ও সাঁতার।

৭ পয়েন্ট পেয়ে এবারের আসরে স্পোর্টস উইমেন অব দ্য ইয়ার হয়েছেন দৈনিক সমকালের সাজিদা ইসলাম পারুল। আর ৭ পয়েন্ট পেয়ে স্পোর্টস ম্যান অব দ্য ইয়ার হয়েছেন ইন্ডিপেডেন্ট টিভির মাজহারুল ইসলাম মিথুন। প্রতি বছরের মতো এবারও বর্ষসেরা পুরুষ ও নারী ক্রীড়াবিদ হিসেবে তাদের আর্থিক পুরস্কার প্রদান করা হয়।

এই আয়োজনের সহযোগিতায় ছিল জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়