ঢাকা     শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৮ ১৪৩১

স্টেইনের ইউনিক রেকর্ড ছুঁলেন বুমরাহ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৩, ২২ নভেম্বর ২০২৪  
স্টেইনের ইউনিক রেকর্ড ছুঁলেন বুমরাহ

স্টিভেন স্মিথ তার ১৯৬ ইনিংসের টেস্ট ক্যারিয়ারে মাত্র ১১ বার ডাক মেরেছেন। তার মধ্যে গোল্ডেন ডাক মেরেছিলেন একবার। তাও ২০১৪ সালে কেবেহায়। দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইনের করা প্রথম বল মোকাবিলা করেই তিনি আউট হয়ে গিয়েছিলেন। তখন অবশ্য স্মিথ লোয়ার অর্ডারে ব্যাট করতেন।

১০ বছর পর আজ শুক্রবার (২২ নভেম্বর) ভারতের বিপক্ষে পার্থ টেস্টের প্রথমদিনে গোল্ডেন ডাক মারলেন স্মিথ। বুমরাহর করা সপ্তম ওভারের চতুর্থ বলে উসমান খাজা আউট হন। এরপর মাঠে নেমে পঞ্চম বলে এলবিডব্লিউ হয়ে যান স্মিথ। যা তার ক্যারিয়ারে দ্বিতীয় গোল্ডেন ডাক।

এর মধ্য দিয়ে স্টেইনের পর দ্বিতীয় কোনো বোলার হিসেবে স্মিথকে গোল্ডেন ডাকের স্বাদ দিলেন বুমরাহ।

আরো পড়ুন:

তার বোলিং তোপে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৬৭ রান করতেই হারিয়ে বসেছে ৭ উইকেট। ভারতের করা প্রথম ইনিংস থেকে অস্ট্রেলিয়া প্রথমদিন শেষে পিছিয়ে আছে ৮৩ রানে। বুমরাহ ১০ ওভারে ৩ মেডেনসহ ১৭ রান দিয়ে নিয়েছেন ৪টি উইকেট।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়