ঢাকা     শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৮ ১৪৩১

৮ ক্রিকেটার ও ১ কর্মকর্তা ১ বছর নিষিদ্ধ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৪, ২২ নভেম্বর ২০২৪   আপডেট: ২১:৫০, ২২ নভেম্বর ২০২৪
৮ ক্রিকেটার ও ১ কর্মকর্তা ১ বছর নিষিদ্ধ

ঢাকা মেট্রোপলিস ক্রিকেট কমিটি (সিসিডিএম) তৃতীয় বিভাগে খেলা ৮ ক্রিকেটার ও একজন কর্মকর্তাকে নিষিদ্ধ করেছে। পাশাপাশি জরিমানাও করা হয়েছে তাদেরকে। আজ শুক্রবার (২২ নভেম্বর) এক বিবৃতিতে বিষয়টি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি’র আচরণবিধি লঙ্ঘন করায় তাদের প্রত্যেকটে ১ বছরের জন্য নিষিদ্ধ করার পাশাপাশি ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।

মেঘনা ব্যাংক ২০২৪-২০২৫ তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের সুপার লিগের ম্যাচে গেল ১৮ নভেম্বর বিকেএসপির এক নম্বর মাঠে মুখোমুখি হয় তেজগাঁও ক্রিকেট একাডেমি ও সাপফিরে স্পোর্টিং ক্লাব। ম্যাচের একটা পর্যায়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনার ভিডিও ও অন্যান্য ডকুমেন্ট পর্যালোচনা, তদন্ত ও রিভিউ করে সিসিডিএমের টেকনিক্যাল কমিটি ৯ জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ ও জরিমানা করার সিদ্ধান্ত নেয়।

আরো পড়ুন:

সেই ৯ জনের মধ্যে তেজগাঁও ক্রিকেট একাডেমির ইয়াসিন আরাফাত, মো. রিফাত আল ইমন (অনিক), তাসিন আহমেদ রনবি, মো. রাব্বি হাসান, মো. পারভেজ আহমেদ জয় ও কর্মকর্তা রবিন রয়েছেন। আর সাপফিরে স্পোর্টিং ক্লাবের মো. রানা খান, সাইফুল ইসলাম শাওন ও মো. হৃদয় দোষী সাব্যস্ত হয়েছেন।

তাদের প্রত্যেকের বিরুদ্ধে বিসিবির আচরণবিধির ২.১৯ অনুচ্ছেদের লেভেল-৪ ভঙ্গের অভিযোগ প্রমাণিত হয়। যেখানে বলা আছে ম্যাচ চলাকালীন মাঠের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করা, প্রতিপক্ষের খেলোয়াড়দের আক্রমণ করা কিংবা সহিংস আচরণ করা।

আচরণবিধির লেভেল-৪ ভঙ্গের সর্বোচ্চ শাস্তি হচ্ছে আজীবন নিষেধাজ্ঞা। কিন্তু সিসিডিএম অত্যন্ত সতর্কতার সহিত পর্যালোচনা করে এক বছরের নিষেধাজ্ঞা আরোপ করে। এর ফলে আগামী এক বছর তারা বিসিবি আয়োজিত কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেটে অংশ নিতে পারবে না।

বিসিবি সভাপতি ফারুক আহমেদ এই ধরনের আচরণকে নিরুৎসাহিত করে বলেছেন, ‘যেকোনো পর্যায়ের ঘরোয়া ক্রিকেটে শৃঙ্খলাজনিত বিষয়ে বিসিবি কোনোভাবেই ছাড় দিবে না। এই বার্তাটি সকল খেলোয়াড় ও কর্মকর্তাদের কাছে পৌঁছানো দরকার যে, আচরণবিধি ভঙ্গ করলে বিসিবি সেটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবে।’

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়