ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

মেসিদের নতুন কোচ হচ্ছেন মাসচেরানো

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৮, ২২ নভেম্বর ২০২৪   আপডেট: ২২:২৫, ২২ নভেম্বর ২০২৪
মেসিদের নতুন কোচ হচ্ছেন মাসচেরানো

মেজর লিগ সকারের (এমএলএস) প্লে’অফ থেকেই বিদায় নেওয়ার পর ইন্টার মায়ামির কোচ টাটা মার্টিনো তার দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। এরপর থেকেই আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে কে হচ্ছেন মায়ামির পরবর্তী কোচ? আজ শুক্রবার (২২ নভেম্বর) বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেল, ফ্লোরিডাভিত্তিক ক্লাবটির পরবর্তী কোচ হতে যাচ্ছেন মেসির সাবেক বার্সা ও আর্জেন্টিনা সতীর্থ হাভিয়ের মাসচেরানো। তার তত্ত্বাবধানেই মায়ামি ২০২৫ মৌসুমে এমএলএস ও ক্লাব ওয়ার্ল্ড কাপে খেলবে।

সেক্ষেত্রে মাসচেরানো আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের কোচের পদ থেকে সরে দাঁড়াবেন এবং মায়ামির দায়িত্ব নিবেন। তার দায়িত্ব হবে মায়ামির পারফরম্যান্সের উন্নতি করা। এরপর ২০২৫ ক্লাব বিশ্বকাপের জন্য দলকে প্রস্তুত করা।

মেসির সঙ্গে তার সখ্যতা ও দুজনের ফুটবল সম্পর্কে জ্ঞান ও বোঝাপোড়ার বিষয়টিকে মায়ামির জন্য সুবিধাজনক হিসেবে ভাবা হচ্ছে। তাদের দুজনের প্রচেষ্টায় মায়ামির একটি শক্ত ভিত তৈরি হতে পারে।

আরো পড়ুন:

মেসির সঙ্গে মাসচেরানো ২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত বার্সেলোনায় খেলেছিলেন। সে সময়ে দুটি উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও চারটি লা লিগার শিরোপা জয়ের পাশাপাশি একাধিক ঘরোয়া টুর্নামেন্টের শিরোপা জিতেছিলেন। ২০১৮ সাল পর্যন্ত মেসির সঙ্গে খেলেছিলেন আর্জেন্টিনা দলেও। এবার মেসি, জর্ডি আলবা ও সার্জিও বুসকেটসের সঙ্গে মায়ামিকে এগিয়ে নেওয়ার সুযোগ ৪০ বছর বয়সী মাসচেরানোর সামনে। শুধু তাই নয়, মায়ামিতে থাকা না থাকার দোলাচলে থাকা লুইস সুয়ারেজকেও হয়তো ধরে রাখতে পারবেন তিনি। এটাই হতে যাচ্ছে কোচ হিসেবে তার বড় কোনো দায়িত্ব।

মাসচেরানো আর্জেন্টিনার হয়ে ১৪৭ ম্যাচ খেলেছিলেন। সবশেষ তিনি ২০১৮ বিশ্বকাপেও আর্জেন্টিনা দলে ছিলেন। যেবার ফাইনাল খেলেছিল আর্জেন্টিনা এবং ফ্রান্সের কাছে হেরে রানার্স-আপ হয়েছিল।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়