ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

নেশন্স লিগ কোয়ার্টার ফাইনাল

কঠিন পরীক্ষায় স্পেন, রোনালদোরা পেলেন কাকে?

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২০, ২৩ নভেম্বর ২০২৪   আপডেট: ০৯:২৫, ২৩ নভেম্বর ২০২৪
কঠিন পরীক্ষায় স্পেন, রোনালদোরা পেলেন কাকে?

উয়েফা নেশন্স লিগের গ্রুপ পর্বের লড়াই শেষ। এবার পালা নকআউটের। কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ নির্ধারণের মধ্যে দিয়ে শুরু হলো নকআউট পর্বের লড়াই। শেষ আটের ড্রতে কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হবে স্পেন, সহজ প্রতিপক্ষ পেলো ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল।

শুক্রবার (২২ নভেম্বর) সুইজারল্যান্ডের নিয়নে হয়ে গেল ড্র অনুষ্ঠান। তাতে আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেন শিরোপা ধরে রাখার লড়াইয়ে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আরেক পরাশক্তি নেদারল্যান্ডসের।

ফ্রান্স পেয়েছে ক্রোয়েশিয়াকে। সেমি ফাইনালে ওঠার লড়াইয়ে জার্মানির মুখোমুখি হবে ইতালি। তুলনায় সহজ প্রতিপক্ষ পেয়েছে পর্তুগাল। তারা লড়বে ডেনমার্কের বিপক্ষে।

কোয়ার্টার ফাইনাল শুরু হবে আগামী বছরের মার্চে। হোম ও অ্যাওয়ে পদ্ধতিতে দুই লেগের কোয়ার্টার ফাইনাল ম্যাচ হবে। এরপর বাকি অংশের খেলা তথা সেমিফাইনাল হবে এক ম্যাচই। সেমিফাইনাল, ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ হবে জুনে।

সেমিফাইনালের জন্য আর কোনো ড্র হবে না। প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারের জয়ী মুখোমুখি হবে প্রথম সেমিফাইনালে। সে হিসেবে স্পেন বা নেদারল্যান্ডস পাবে ফ্রান্স অথবা ক্রোয়েশিয়াকে।

একই নিয়মে তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারের জয়ী দল খেলবে দ্বিতীয় সেমিফাইনাল। সেক্ষেত্রে জার্মানি অথবা ইতালি পাবে পর্তুগাল ও ডেনমার্কের মধ্যকার জয়ী দলকে।

নেশন্স লিগ মাঠে গড়ানোর শুরু থেকে প্রতি আসরেই এর ফরম্যাট বদলাচ্ছে। চতুর্থ আসরে এসে এবারই প্রথম যোগ হয়েছে কোয়ার্টার ফাইনাল পর্ব। এর আগে ‘এ’ লিগে গ্রুপের শীর্ষ দল সরাসরি খেলত সেমিফাইনাল।

কোয়ার্টারের লাইনআপ হয়েছে জমজমাট। তবে কোনো দলকেই ছোট করে দেখার উপায় নেই। অঘটন ফুটবলের নিত্যনৈমিত্তিক ঘটনা। ইউরোপে যা অহরহ দেখা যায়। নেশন্স লিগের কোয়ার্টারেও তেমন কিছুরই অপেক্ষায়।

ঢাকা/বিজয়


সর্বশেষ

পাঠকপ্রিয়