ঢাকা     শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৯ ১৪৩১

তিন সেঞ্চুরিতে তিলকের বিশ্ব রেকর্ড

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৭, ২৩ নভেম্বর ২০২৪   আপডেট: ১৬:৫৫, ২৩ নভেম্বর ২০২৪
তিন সেঞ্চুরিতে তিলকের বিশ্ব রেকর্ড

একটা সুযোগের অপেক্ষায় ছিলেন তিলক ভার্মা। তাও নিজের পছন্দের পজিশনে। টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবকে বলে ‘তিন নম্বরে’ ব্যাটিংয়ের সুযোগ পেয়ে যা দেখালেন, সেই ধারা অব্যাহত রেখে স্রেফ ঢুকে গেলেন ইতিহাসের পাতায়। জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টিতে টানা দুই সেঞ্চুরি হাঁকানো তিলক এবার ছুঁলেন টানা তৃতীয় সেঞ্চুরি, সেই সঙ্গে গড়লেন রেকর্ড।

জাতীয় দলের জার্সি ছেড়ে আসলেও ফর্ম বজায় রেখেছেন তিলক।, সৈয়দ মুশতাক আলী ট্রফিতেও করেছেন সেঞ্চুরি। খেলেছেন ৬৬ বলে ১০ ছক্কায় ১৫১ রানের ইনিংস। এই ইনিংসের মধ্যে দিয়ে নাম লিখিয়েছেন টি-টোয়েন্টির বিশ্ব রেকর্ডে। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে টানা ৩ ম্যাচে সেঞ্চুরি করা একমাত্র ক্রিকেটার এখন ভারতের এই বাঁহাতি।

তিলক নজরে আসেন যুব বিশ্বকাপ দিয়ে। তবে জাতীয় দলের হয়ে নিজেকে মেলে ধরার সুযোগ খুব একটা পাননি। ২০২৩ সালের আগস্টে আন্তর্জাতিক অভিষেক হলেও তিলক প্রথম এক বছর দলে থিতুই হতে পারেননি। আসা-যাওয়ার মধ্যে ছিলেন। সুযোগ পেয়ে কাজে লাগালেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। খেলেন ৫৬ বলে ১০৭ রানের অপরাজিত ইনিংস।

আরো পড়ুন:

তিলকের বর্তমান পারফর্ম্যান্স তাকে টি-টোয়েন্টিতে তিনে পাকাপোক্তভাবে বসিয়ে দিয়েছে বলা যায়। আর আজ যে ইনিংসটি খেলেছেন, তাতে এটা নিশ্চিত, ভারতও তাকে এই জায়গায় খেলাবে। তবে আফসোসও করতে পারেন এই মারকাটারি ব্যাটার।

আগামীকাল হতে যাচ্ছে আইপিএলের ২০২৫ সালের নিলাম। নিলামে এবার তিলকের নাম উঠবে না। কেননা তাকে ধরে রেখেছে মুম্বাই ইন্ডিয়ান্স। মাত্র ৮ কোটি রূপিতে তাকে ধরে রেখেছে আইপিএলের অন্যতম সফল দলটি। তা না হলে নিলামে দামটা আরও বাড়িয়েই নিতে পারতেন ভারতীয় তারকা।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়