ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

হাতে ১০ উইকেট নিয়ে পার্থে চালকের আসনে ভারত 

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২২, ২৩ নভেম্বর ২০২৪  
হাতে ১০ উইকেট নিয়ে পার্থে চালকের আসনে ভারত 

প্রথম ইনিংসে ১৫০ রনে গুটিয়ে যাওয়ার পর ভারতের ব্যাটিং নিয়ে অনেকেই সমালোচনা করেছিলেন। তবে অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে ১০৪ রানে অলআউট করে জাসপ্রীত বুমরাহর দল বুঝিয়ে দিলো, পার্থে লড়াই হবে। ৪৬ রানে এগিয়ে থাকার পর দ্বিতীয় দিনে দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ১৭২ রান তুলেছে ভারত। এগিয়ে ২১৮ রানে, হাতে ১০ উইকেট।

প্রথম ইনিংসে নিজেকে চেনাতে পারেননি যশস্বী জয়সওয়াল। তবে দ্বিতীয় ইনিংসেই পুষিয়ে দিলেন সকল হিসেবনিকেশ। চমৎকার ব্যাটিংয়ে নব্বইয়ের ঘরে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করলেন তিনি। তার সঙ্গে লোকেশ রাহুলের উদ্বোধনী জুটিও দেখিয়েছে মুন্সিয়ানা। অজি বোলারদের হতাশায় ডুবিয়ে বড় লিডের পথে ছুটছে ভারত।

জয়সওয়াল ২ ছক্কা ও ৭ চারে ১৯৩ বলে ৯০ রান নিয়ে খেলছেন। তার সঙ্গী লোকেশ রাহুলও দেখাচ্ছেন দৃঢ়তা। রোহিত শর্মার জায়গায় সুযোগ পেয়ে নিজেকে মেলে ধরেছেন রাহুল। ১৫৩ বলে ৪টি চারের মারে ৬২ রানে অপরাজিত আছেন তিনি।

আরো পড়ুন:

এর আগে দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বুমরাহর তোপের সকালেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। দিনের শুরুতে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে শেষ ৩ উইকেট নিয়ে ২৪.২ ওভারে ৩৭ রান যোগ করতে পারে। তাও মিচেল স্টার্ক ছিলেন বলে রক্ষা। স্টার্ক ১১২ বল খেলে করেন ২৬ রান, যা অস্ট্রেলিয়ার ইনিংসের সর্বোচ্চ। 

ভারতের হয়ে ৩০ রানে ৫ উইকেট নেন যশপ্রীত বুমরা। কপিল দেবের পর দ্বিতীয় বোলার হিসেবে এশিয়ার বাইরে ৯ বার ইনিংসে ৫ উইকেট নিলেন এই পেসার। বুমরাহ ছাড়াও তিনটি উইকেট শিকার করেন হার্শিত রানা ও দুটি উইকেট নেন মোহাম্মদ সিরাজ।

সংক্ষিপ্ত স্কোর
ভারত: ১ম ইনিংসে ১৫০ ও ২য় ইনিংসে ১৭২/২ (জয়সোয়াল ৯০*, রাহুল ৬২)
অস্ট্রেলিয়া: ১ম ইনিংসে ৫১.২ ওভারে ১০৪ (স্টার্ক ২৬, ক্যারি ২১)

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়