ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

হালান্ডকে টপকে রেকর্ডের পাতায় কেইন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৯, ২৩ নভেম্বর ২০২৪  
হালান্ডকে টপকে রেকর্ডের পাতায় কেইন

হ্যারি কেইন ইংল্যান্ডে আসার পর থেকেই গোল মেশিনে পরিণত হয়েছেন। একের পর এক ম্যাচে গোল করে চলছেন অবিরত। এবার গোলের রেকর্ডে ম্যানচেস্টার সিটির নরওয়েজীয় তারকা আরালিং হালান্ডকে পেছনে ফেললেন বায়ার্ন তারকা। ম্যাচটিতে আউক্সবুর্ককে ৩-০ গোলে হারিয়েছে বায়ার্ন।

ম্যাচের ৬২তম মিনিটে গোল দিয়ে শুরু। এরপর নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে আরও দুই গোল করেন কেইন। মোট তিন গোলে ছুঁয়ে ফেলেন হ্যাটট্রিক। এই হ্যাটট্রিক দিয়ে বায়ার্নের জার্সিতে গোলের হাফ সেঞ্চুরি হয়ে গেল ইংলিশ ফরোয়ার্ডের। 

কেইন ৫০ গোল করতে ম্যাচ খেলেছেন ৪৩টি। এটাই এখন বুন্দেসলিগার সবচেয়ে দ্রুততম সময়ে পঞ্চাশ গোলের কীর্তি। এর আগে বরুশিয়া ডর্টমুন্ডের জার্সিতে ৫০ ম্যাচে ঠিক ৫০ গোল করেছিলেন ম্যানচেস্টার সিটি তারকা হালান্ড। জার্মানির শীর্ষে লিগ ছেড়ে হালান্ড এখন খেলছেন প্রিমিয়ার লিগে।

আরো পড়ুন:

এমন কীর্তি গড়ে খুশি কেইন। তবে নিজের জন্য নয়, দল জিততে পারায় বেশি খুশি ইংলিশ তারকা, “মাঝবিরতিতে আমরা আলোচনা করেছি যে, চাপ ধরে রাখতে হবে এবং সুযোগ তৈরি করতে হবে। সৌভাগ্যবশত, একটি পেনাল্টি পেয়ে যাই আমরা এবং সেখান থেকেই ম্যাচটি সহজ হয়ে যায়।”

বায়ার্নের হয়ে গেল মৌসুমে ৩২ ম্যাচে ৩৪ গোল করেন কেইন। তার এমন পারফর্ম্যান্সের পরও শিরোপা জিততে পারেনি জার্মান জায়ান্টরা। চলতি মৌসুমে শিরোপা পুনরুদ্ধারের পথে আছে তারা। ১১ ম্যাচ খেলে ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্ন। 

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়