ঢাকা     শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৯ ১৪৩১

সরাসরি: মধ্যাহ্ন বিরতিতে দিশেহারা বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৩, ২৩ নভেম্বর ২০২৪   আপডেট: ২২:০৯, ২৩ নভেম্বর ২০২৪
মধ্যাহ্ন বিরতিতে দিশেহারা বাংলাদেশ

:: সংক্ষিপ্ত স্কোর ::
ওয়েস্ট ইন্ডিজ: ৩৩৬/৭ (১১০ ওভার)

মধ্যাহ্ন বিরতিতে উইকেটের খোঁজে দিশেহারা বাংলাদেশ। জুটি গড়ে ছড়ি ঘুরাচ্ছেন জাস্টিন-রোচ। দুজনের অষ্টম উইকেটে ৭৫ রানের জুটিতে তিনশ পেরিয়ে সাড়ে তিনশর পথে স্বাগতিক শিবির। অথচ দিনের শুরুটা হয়েছিল দারুণ। হাসান টানা দুই ওভারে নিয়েছেন ২ উইকেট। কিন্তু এরপরই জাস্টিন-রোচ এগোতে থাকেন। বাংলাদেশের বোলারদের নির্বিষ বানিয়ে যোগ করতে থাকেন রান। দিনের প্রথম সেশনে ২ উইকেট হারিয়ে ৮৬ রান করে উইন্ডিজ। হাসান ছাড়া দ্বিতীয় দিনের প্রথম সেশনে বাংলাদেশের কোনো বোলার সাফল্য পায়নি। 

জাস্টিন-রোচের প্রতিরোধে উইন্ডিজের ৩০০

আরো পড়ুন:

দিনের শুরুতে টানা দুই ওভারে দুই উইকেট নিয়ে দারুণ শুরুর আভাস দিয়েছিলেন হাসান। রোচও বেঁচে যান আম্পায়ার্স কলে। এরপর শুরু হয় জাস্টিন-রোচের প্রতিরোধ। দুজনে অষ্টম উইকেটের জুটিতে উইন্ডিজের পুঁজি ৩০০ পার করেন। দুজনের জুটি ইতিমধ্যা ফিফটি ছুঁয়েছে। ১০২ বলে ৫০ রান আসে এই জুটিতে। জাস্টিন ৪৫ ও রোচ ১৪ রানে ব্যাট করছেন।

আম্পায়ার্স কলে বাঁচলেন রোচ, উইকেট বঞ্চিত হাসান

৮৭তম ওভারের দ্বিতীয় বলে ফেরান আলঝারি জোসেফকে। শেষ বলে তৈরি হয় উইকেটের সুযোগ। হাসানের লেন্থ ডেলিভারি রোচের ডিফেন্স ফাঁকি দিয়ে আঘাত করে প্যাডে। জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার। বাংলাদেশ রিভিউ নিলেও আম্পায়ার্স কলে বেঁচে যান রোচ। 

হাসানের দুই উইকেটে বাংলাদেশের দিন শুরু 

অফে লেন্থ বল ছুঁড়েন হাসান। অন সাইডে খেলার চেষ্টা করেন আলঝারি জোসেফ। কিন্তু টাইমিংয়ে গড়বড়। বল চলে যায় গালির দিকে। ডান দিকে ঝাঁপিয়ে পড়ে দারুণ এক ক্যাচ নেন জাকির হাসান। মাত্র ৩ বলে ৪ রান করে ফেরেন আলঝারি। ৮ রানের ব্যবধানে দ্বিতীয় উইকেট হারায় স্বাগতিক শিবির। হাসান টানা দুই ওভারে নেন ২ উইকেট। ক্রিজে জাস্টিনের সঙ্গী কেমার রোচ। 

প্রথম ওভারেই হাসানের উইকেট 

দিনের পঞ্চম বলে হাসানের উইকেট। লেন্থ ডেলিভারিতে পরাস্ত হন জশুয়া ডি সিলভা। ফ্লিক করতে গিয়ে বল মিস করেন। পায়ে লাগলে জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার। রিভিউ নেয় ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু লাভ হয়নি। ২৩ বলে ১৪ রান করেন তিনি। ২৫৩ রানে ষষ্ঠ উইকেট হারায় তারা। ক্রিজে জাস্টিনের সঙ্গী নতুন ব্যাটার আলঝারি জোসেফ।

এগিয়ে উইন্ডিজের দ্বিতীয় দিন শুরু

এগিয়ে থেকে অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিন (শনিবার)  শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। হাতে ৫ উইকেট ও স্কোরবোর্ডে ২৫০ রান নিয়ে দিন শুরু করে স্বাগতিক  শিবির। জশুয়া ১৪ ও জাস্টিন ১১ রানে দিন শুরু করেন। বাংলাদেশ আছে উইকেটের খোঁজে।

শেষ সেশন ওয়েস্ট ইন্ডিজের

প্রথম দিন সকাল ও দুপুরের সেশনে ওয়েস্ট ইন্ডিজের রান যথাক্রমে ৫০ ও ৬৬। বিকেলের সেশনে ১৩৪। পুরো দিনের বর্ণনা করতে কী এতোটুকুই যথেষ্ট নয়? ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের বোলিং আক্রমণে অ্যান্টিগা টেস্টের প্রথম দিনের দুই সেশনে পিছিয়ে ছিল। কিন্তু দারুণ ‘কামব্যাকে’ শেষ সেশনটি নিজেদের করে নেয় তারা। লুইস ও আথানাজের দারুণ ফিফটিতে স্কোরবোর্ড সমৃদ্ধ করে তারা। এই সেশনে বাংলাদেশ ২ উইকেট তুলে দুজনকেই সেঞ্চুরি বঞ্চিত করে। কিন্তু ৪.৪৭ রান রেটে রান তুলে শেষ বিকেলটা রঙিন করে স্বাগতিকরা। ৫ উইকেটে ২৫০ রান তুলে ওয়েস্ট ইন্ডিজ প্রথম দিনের খেলা শেষ করেছে। বাংলাদেশও পিছিয়ে নেই। দুই দল প্রথম দিনটি ভাগাভাগি করেছে। জাস্টিন গ্রেভস ১১ ও জশুয়া ডি সিলভা ১৪ রানে অপরাজিত রয়েছেন। 

ঢাকা/রিয়াদ


সর্বশেষ

পাঠকপ্রিয়