ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

২১ উইকেটের দিনে নাঈম শেখের দেড়শ, নাঈমের ফাইফার

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০২, ২৩ নভেম্বর ২০২৪   আপডেট: ২২:১৭, ২৩ নভেম্বর ২০২৪
২১ উইকেটের দিনে নাঈম শেখের দেড়শ, নাঈমের ফাইফার

ঢাকা বিভাগের পেসার সুমন খান ঝড় তুলেছিলেন সাত সকালে। নতুন বলে সতেজ উইকেটে গতির ঝড় তুলে মাত্র ৭.৫ ওভারে ১৮ রানে ৭ উইকেট তুলে নেন। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে এই বোলিং করতে গিয়ে হ্যাটট্রিকও পেয়েছেন ডানহাতি পেসার।

তাতে রাজশাহী গুটিয়ে যায় মাত্র ৪২ রানে। জবাব দিতে নেমে ঢাকা বিভাগও ভালো করেনি। ১৮১ রানে তাদের ইনিংস গুটিয়ে যায়। পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ১ উইকেটে ১৮ রানে দিন শেষ করেছে। সব মিলিয়ে জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডের প্রথম দিনে বগুড়ায় উইকেট পড়েছে ২১টি।

আরো পড়ুন:

এ যেন কল্পনাকেও হার মানায়। এদিন সুমন খান বাদেও আলো কেড়েছেন নাঈম শেখ ও নাঈম ইসলাম। ঢাকা মেট্রোর ওপেনার নাঈম শেখ ১৫৩ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। ২২২ বলে ১৬ চার ও ১ ছক্কায় ইনিংসটি সাজিয়েছেন। তার সঙ্গে ১৬ রানে অপরাজিত আছেন মার্শাল।

রংপুরের বিপক্ষে প্রথম দিন ঢাকা মেট্রো ২ উইকেটে তুলেছে ২৭৬ রান। আনিসুল ইসলাম ২৪ ও তাহজিবুল ইসলাম ৭৩ রানে ফিরেছেন সাজঘরে। সিলেটে খুলনা বিভাগের বিপক্ষে পাঁচ উইকেট পেয়েছেন নাঈম শেখ।

২৮ ওভারে ১১ মেডেনে ৪৮ রানে তার শিকার ৫ উইকেট। তার ঘূর্ণিতে পথ হারিয়ে খুলনা প্রথম ইনিংসে ২০৪ রানে অলআউট হয়। জবাব দিতে নেমে বিনা উইকেটে ৩১ রান তুলে দিন শেষ করে চট্টগ্রাম। সিলেটের আরেক মাঠে সিলেটের বিপক্ষে লড়ছে বরিশাল। ৭ উইকেটে ২৫৮ রান তুলেছে তারা। সর্বোচ্চ ৭৮ রান করেছেন আব্দুল মজিদ।

ঢাকা/ইয়াসিন/রিয়াদ

সর্বশেষ

পাঠকপ্রিয়