ঢাকা     রোববার   ২৪ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১০ ১৪৩১

১৪ কোটিতে দিল্লিতে রাহুল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৯, ২৪ নভেম্বর ২০২৪   আপডেট: ১৮:১২, ২৪ নভেম্বর ২০২৪
১৪ কোটিতে দিল্লিতে রাহুল

সৌদি আরবের জেদ্দার আবাদি আল জোহার অ্যারেনায় শুরু হয়েছে আইপিএলের নিলাম। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হয়েছে এই নিলাম। দুইদিনে মোট ৫৫৭ জন খেলোয়াড়ের নিলাম অনুষ্ঠিত হবে। আজ চলছে প্রথম দিনের নিলাম।

১৪ কোটিতে দিল্লিতে রাহুল:
লোকেশ রাহুলকে ১৪ কোটি রূপিতে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। কেকেআর ভিত্তিমূল্যে শুরু করে। এরপর ২.২০ কোটি বলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই দুই ফ্র্যাঞ্চাইজি লড়াই করে রাহুলের দাম নিয়ে যায় ৯ কোটিতে। এরপর দিল্লি ক্যাপিটালস ১১ কোটিতে শুরু করে। কেকেআর বলে ১১.৭৫। চেন্নাই সুপার কিংস বাড়িয়ে ১২.১৫ কোটিতে নিয়ে যায়। শেষ পর্যন্ত ১৪ কোটিতে তাকে দলে ভেড়ায় দিল্লি।

১৮ কোটিতে পাঞ্জাবে চাহাল:
২ কোটি রূপি ভিত্তিমূল্যের যুজবেন্দ্র চাহালকে ১৮ কোটি রূপিতে দলে ভিড়িয়েছে পাঞ্জাব কিংস। সানরাইজার্স হায়দরাবাদ ১৭ কোটি ৭৫ লাখ রূপি দাম বলার পর পাঞ্জাব ১৮ কোটিতে দলে নিয়ে নেয় চাহালকে।

আরো পড়ুন:

শ্রেয়াসকে টেক্কা দিয়ে সবচেয়ে দামি খেলোয়াড় হলেন পন্ত:
গেল বছর সর্বোচ্চ ২৪.৭৫ কোটি রূপিতে বিক্রি হয়ে রেকর্ড গড়েছিলেন মিচেল স্টার্ক। এবার তাকে ছাড়িয়ে ২৬.৭৫ কোটি রূপিতে বিক্রি হয়ে নতুন রেকর্ড গড়েন শ্রেয়াস আয়ার। তবে সেটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। তাকে পেছনে ফেলে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় হন ঋষভ পন্ত। তাকে রেকর্ড ২৭ কোটি রূপিতে কিনে নেয় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।

আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় শ্রেয়াস:
আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় হলেন শ্রেয়াস আয়ার। আজ রোববার অনুষ্ঠিত নিলামে তাকে রেকর্ড ২৬.৭৫ কোটি রূপিতে কিনে নেয় পাঞ্জাব কিংস। এর আগে গেল বছর ২৪.৭৫ কেটি রূপিতে মিচেল স্টার্ককে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সেবার শ্রেয়াসের নেতৃত্বে শিরোপা জিতেছিল কেকেআর। এবার চ্যাম্পিয়ন অধিনায়ককে দলে নিলো পাঞ্জাব।

১০.৭৫ কোটি রূপিতে রাবাদাকে নিলো গুজরাট:
আরশদীপের পর নিলামে তোলা হয় দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসু রাবাদাকে। তার ভিত্তি মূল্যও ছিল ২ কোটি রূপি। শেষ পর্যন্ত ১০ কোটি ৭৫ লাখ রূপিতে তাকে দলে নেয় গুজরাট টাইটান্স।

২ কোটির আরশদীপ ১৮ কোটিতে পাঞ্জাব কিংসে:
নিলাম প্রথম নাম ডাকা হয় ২ কোটি ভিত্তিমূল্যের আরশদীপের। তাকে নিয়ে চলে হাড্ডাহাড্ডি লড়াই। শেষ পর্যন্ত সবাইকে পেছনে ফেলে ১৮ কোটি রূপিতে তাকে দলে ভেড়ায় পাঞ্জাব কিংস।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়