ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

ওয়ানডেতেও নেই মুশফিক

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৬, ২৪ নভেম্বর ২০২৪  
ওয়ানডেতেও নেই মুশফিক

টেস্টের পর ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজও খেলা হচ্ছে না মুশফিকুর রহিমের। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে পাওয়া আঙুলের চোট এখনো ভালো হয়নি। এ জন্য আরও একটি সিরিজ মিস করতে যাচ্ছেন মুশফিক। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ থেকে এ খবর নিশ্চিত হওয়া গেছে। আঙুলের হাড়ের চোট পুরোপুরি ভালো হতে সময় লাগায় তাকে খেলার ছাড়পত্র দেবে না মেডিকেল বিভাগ।

ওমরাহ শেষে দেশে ফেরা মুশফিকের চোটের সর্বশেষ অবস্থা জানতে আরেকটি স্ক্যান করানো হবে। এই রিপোর্ট ভালো এলেও তার পুনর্বাসনের জন্য আরও দুই থেকে তিন সপ্তাহ লাগবে। সে হিসেবে মুশফিককে ১১-১৫ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর ব্যাটিং অনুশীলন পর্যায়ক্রমে শুরু করতে পারবেন। সময় না থাকায় তাকে সরিয়েই ওয়ানডের পরিকল্পনা করছেন বিসিবির নির্বাচক প্যানেল।

আরো পড়ুন:

শারজাহতে এ মাসের শুরুতে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে উইকেটকিপিং করার সময় আঙুলে চোট পান মুশফিক। আফগানিস্তানের ইনিংসের একবারে শেষ দিকে ঘটনা ঘটে। প্রাথমিক শুশ্রূষা করে পরে বাকি ম্যাচ খেলেছেন। অভিজ্ঞ এই ব্যাটসম্যান পরে সাত নম্বরে ব্যাটিং করতে আসেন। তখনই উঠে প্রশ্ন। ব্যাটিংয়ে অবশ্য ভালো করেননি। ৩ বলে ১ রান করে গজনফারের ক্যারম বল মিস করে স্ট্যাম্পড হন।

ম্যাচ শেষে তাকে নেওয়া হয় হাসপাতালে। সেখানে এক্স-রে রিপোর্টে তার আঙুলে চিড় ধরা পড়ে। বিসিবি থেকে তখন জানানো হয়েছিল, মুশফিকের ডিআইপি জয়েন্টের কাছে বাম তর্জনীতে একটি চিড় ধরা পড়েছে। তখনই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্ট থেকে ছিটকে যান মুশফিক। এবার ওয়ানডেতেও তাকে পাওয়া যাচ্ছে না।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়