ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

রান পাহাড়ে চড়ে বড় জয় দেখছে ভারত

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৭, ২৪ নভেম্বর ২০২৪  
রান পাহাড়ে চড়ে বড় জয় দেখছে ভারত

দ্বিতীয় ইনিংসে প্রথমটার ঠিক বিপরীত ক্যানভাস আঁকলে ভারত। যশস্বী জয়সওয়াল ও বিরাট কোহলির সেঞ্চুরিতে ভর করে তারা রান পাহাড় গড়ে। ৬ উইকেট হারিয়ে ৪৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করে। প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হওয়া ভারতের লিড হয় ৫৩৩ রান। আর অস্ট্রেলিয়ার সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৫৩৪ রান।

সেই রান তাড়া করতে নেমে ৪.২ ওভারে ১২ রান তুলতেই তারা হারিয়ে বসেছে ৩ উইকেট। নাথান ম্যাকসুয়িনি ০, প্যাট কামিন্স ২ ও মার্নাস ল্যাবুশেন ৩ রান করে আউট হয়েছেন। ম্যাকসুয়িনি ও ল্যাবুশেনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ফিরিয়েছেন জাসপ্রিত বুমরাহ। আর মোহাম্মদ সিরাজ নিয়েছেন কামিন্সের উইকেটটি। ৩ রানে অপরাজিত থাকা উসমান খাজার সঙ্গে আগামীকাল সোমবার সকালে ব্যাট করতে নামবেন স্টিভেন স্মিথ।

শেষ দুইদিনে জিততে ভারতের প্রয়োজন আর ৭টি উইকেট। আর অস্ট্রেলিয়ার প্রয়োজন রেকর্ড ৫২২ রান। যেটা তাড়া করে জেতা এক প্রকার অসম্ভব। রান পাহাড়ে চড়ে চতুর্থ দিনেই বড় জয় উঁকি দিচ্ছে ভারতের পক্ষে।

আরো পড়ুন:

তার আগে বিনা উইকেটে ১৭২ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে ভারত। ২০১ রানের মাথায় ভাঙে ভারতের উদ্বোধনী জুটি। লোকেশ রাহুল ৭৭ রান করে ফিরে যান। তবে যশস্বী জয়সওয়াল তুলে নেন তার ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। শেষ পর্যন্ত ২৯৭ বল খেলে ৪৩২ মিনিট ক্রিজে থেকে ১৫টি চার ও ৩ ছক্কায় ১৬১ রান করে আউট হন দলীয় ৩১৩ রানে। তার আগে ২৭৫ রানে ফিরেন দেবদত্ত পাড়িক্কল। যিনি করেন ২৫ রান।

৩২০ রানের মাথায় ঋষভ পন্ত (১) ও ৩২১ রানে আউট হন ধ্রুব জুরেল (১)। সেখান থেকে কোহলি ও ওয়াশিংটন সুন্দর ষষ্ঠ উইকেটে ৭৯ রানের জুটি গড়েন। ৪১০ রানের মাথায় ওয়াশিংটন ফিরেন ২৯ রান করে। এরপর নিতিশ কুমার রেড্ডি ও কোহলি ৭৭ রানের জুটি গড়েন সপ্তম উইকেটে। এ সময় কোহলি ১৪৩ বল খেলে ৮টি চার ও ২ ছক্কায় টেস্ট ক্যারিয়ারের ৩০তম সেঞ্চুরি তুলে নেন। কোহলি যখন ১০০ রানে অপরাজিত, নিতিশ তখন ৩৮ রানে, ভারতের রান তখন ৬ উইকেটে ৪৮৭। এ সময় ইনিংস ঘোষণা করে ভারত।

বল হাতে অস্ট্রেলিয়ার নাথান লায়ন নেন ২টি উইকেট। ১টি করে উইকেট নেন মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, প্যাট কামিন্স ও মিচেল মার্শ।

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়