ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

দাপুটে জয়ে ছন্দে ফিরল রিয়াল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩১, ২৫ নভেম্বর ২০২৪   আপডেট: ১১:৪৯, ২৫ নভেম্বর ২০২৪
দাপুটে জয়ে ছন্দে ফিরল রিয়াল

চলতি মৌসুমে লা লিগার চেনা ছন্দে নেই রিয়াল মাদ্রিদ। জয় দিয়ে শুরু করলেও মাঝপথে হোঁচট খেয়েছে কার্লো আনচেলত্তির দল। ছন্দে ফেরা তাই গুরুত্বপূর্ণ ছিল তাদের জন্য। লেগানেসের বিপক্ষে সেই কাজটা দারুণভাবে করলো রিয়াল। ম্যাচ জিতল ৩-০ ব্যবধানে।

রোববার (২৪ নভেম্বর) প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধের শেষ দিকে দলকে এগিয়ে নেন কিলিয়ান এমবাপ্পে। বিরতির পর ব্যবধান বাড়ান ফেদে ভালভার্দে ও জুড বেলিংহ্যাম। ম্যাচজুড়ে দারুণ খেলেছেন ভিনিসিউস জুনিয়র।

ম্যাচের পঞ্চম মিনিটেই প্রথম শটটি নেন এমবাপ্পে। তার সেই প্রচেষ্টা অনায়াসে ঠেকান গোলরক্ষক। এরপর একাদশ মিনিটে লেগানেসের জালে বল পাঠিয়ে উদযাপন শুরু করেন এমবাপ্পে। তবে অফসাইডের বাঁশি বাজান রেফারি।

আরো পড়ুন:

একের পর এক আক্রমণের ধারায় অবশেষে ৪৩তম মিনিটে এগিয়ে যায় রিয়াল। বক্সের ডান দিকে আলগা বল পেয়ে ভিনিসিউস পাস দেন অন্য পাশে। ফাঁকা জালে বল পাঠান এমবাপ্পে। চলতি মৌসুমে লা লিগায় তার গোল হলো ৭টি।

দ্বিতীয়ার্ধেও যথারীতি আক্রমণে আধিপত্য করে রিয়াল। ৬৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ভালভার্দে। ৭৫তম মিনিটে ভিনিসিউসের পাস থেকে গিলেরের কোনাকুনি শট পা দিয়ে ঠেকান গোলরক্ষক।

৮৫তম মিনিটে জয় নিশ্চিত করে ফেলেন বেলিংহ্যাম। লুকা মদ্রিচের কর্নার ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি লেগানেস। ব্রাহিম দিয়াজের শট ক্রসবারে লেগে ফিরলে ফিরতি শটে গোল করেন বেলিংহ্যাম।

এই জয়ে ১৩ ম্যাচে ৯ জয় ও ৩ ড্রয়ে রেয়ালের পয়েন্ট হলো ৩০। এক ম্যাচ বেশি খেলে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। ১৪ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছে লেগানেস।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়