‘কোহলির আমাদের দরকার নেই, আমাদের কোহলিকে দরকার’
প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানে অলআউট হওয়া ভারত দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে করে ৪৮৭ রান। আর সেটা সম্ভব হয় যশস্বী জয়সওয়াল ও বিরাট কোহলির সেঞ্চুরিতে।
অস্ট্রেলিয়ার কন্ডিশনে, বিশেষ করে পার্থে অজি পেসারদের মোকাবিলা করে ১৬১ রানের ইনিংস খেলেন জয়সওয়াল। অন্যদিকে কোহলি করেন অপরাজিত ১০০ রান। আজ সোমবার (২৫ নভেম্বর) প্রথম টেস্ট ২৯৫ রানের বড় ব্যবধানে জিতে নিয়েছে ভারত। ম্যাচ শেষে জয়সওয়ালের পাশাপাশি কোহলিরও প্রশংসা করেছেন ভারপ্রাপ্ত অধিনায়ক জাসপ্রিত বুমরাহ।
তিনি বলেন, ‘‘আসলে সব ইনিংস বাদ দিলেও তার (জয়সওয়াল) সামনে কিন্তু উজ্জ্বল ভবিষ্যত রয়েছে। তবে তার সবশেষ ইনিংসটা সম্ভবত তার ক্যারিয়ার সেরা। যেভাবে সে খেলেছে। যেভাবে বল ছেড়েছে। সে সাধারণত আক্রমণাত্মক ব্যাটসম্যান। কিন্তু সে এবার বল ছেড়েছে এবং লম্বা সময় খেলেছে। যেটা আমাদের সত্যিই অনেক সহযোগিতা করেছে।’’
কোহলির সময়টা অবশ্য ভালো যাচ্ছিল না। ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে তার গড় ছিল ১৫.৫০। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে করেছিলেন মাত্র ৫ রান। আর দ্বিতীয় ইনিংসে ১৪৩ বল খেলে ধৈর্য্যের মূর্ত প্রতীক হয়ে সেঞ্চুরি তুলে নেন। তার প্রশংসা করে বুমরাহ বলেন, ‘‘আমি আগেও বলেছি যে, কোহলির আমাদের প্রয়োজন নেই। কিন্তু তাকে আমাদের প্রয়োজচন। তিনি অভিজ্ঞ একজন খেলোয়াড়। এটা তার চতুর্থ অথবা পঞ্চম অস্ট্রেলিয়া সফর। সুতরাং তিনি যেকারও চেয়ে ক্রিকেটটা ভালো বোঝেন। যখন আপনার এমন লম্বা ক্যারিয়ার থাকবে, তখন আপনি যেকোনো কঠিন পরিস্থিতিতেও লম্বা সময় ব্যাটিং করতে পারবেন। তবে প্রত্যেক ম্যাচে সেটা করা কঠিন।’’
ঢাকা/আমিনুল