সরাসরি: প্রথম সেশনে দারুণ করেও অস্বস্তিতে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম
:: সংক্ষিপ্ত স্কোর ::
দ্বিতীয় ইনিংস— ওয়েস্ট ইন্ডিজ: ৬১/৩ (২৫ ওভার)
প্রথম ইনিংস—ওয়েস্ট ইন্ডিজ: ৪৫০/৯ || বাংলাদেশ: ২৬৯/৯
প্রথম সেশনে দারুণ কাটিয়েছে বাংলাদেশ। মাত্র ৬৫ রানের বিনিময়ে তুলে নিয়েছে তিন উইকেট। তবুও অস্বস্তিতে লাল সবুজের দল। বাড়ছে উইন্ডিজের লিড। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত দেশটির সংগ্রহ ৩ উইকেটে ৬১ রান। লিড ২৪২। ৩৯ রানে ৩ উইকেট পতনের পর প্রতিরোধ গড়েন আথানাজে-হজ। দুজনে ২২ রানের জুটি গড়েন। আথানাজে ১৬ ও হজ ১০ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নেন তাসকিন। ১ উইকেট নেন শরিফুল।
তাসকিন-শরিফুলে ধুঁকছে উইন্ডিজ
তাসকিনের পর শরিফুলের আঘাত। এবার সাজঘরে ব্র্যাথওয়েট। আউটসাইড অফের বলে খোঁচা দেন ব্র্যাথওয়েট। দ্বিতীয় স্লিপের দিকে বল যায় নিচু হয়ে। ঝাঁপিয়ে পড়ে দারুণ ক্যাচ নেন মাহমুদুল। ৩৯ রানে তৃতীয় উইকেট হারায় উইন্ডিজ। ক্রিজে দুই নতুন ব্যাটার হজ-আথানাজে।
আবারও তাসকিনের আঘাত
তাসকিনের দ্বিতীয় শিকার কার্টে। আউট সাইড অফের বলে অহেতু শট খেলতে গিয়ে বিপদে পড়েন এই ব্যাটার। স্লিপে সহজ ক্যাচ নেন মাহমুদুল। ১৩ বলে ৩ রান করেন এই ব্যাটার। ৩৫ রানে দ্বিতীয় উইকেট হারায় উইন্ডিজ।
তাসকিনের আঘাতে প্রথম সাফল্য
তাসকিনের উইকেট হতে পারতো দুটি, কিন্তু ক্যাচ মিসে সেটি হয়নি। আউট সাইড অফে লেন্থ বল ছুঁড়েন তাসকিন। খোঁচা দিয়ে বসেন লুইস। জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার। রিভিউ নেন লুইস। লাভ হয়নি। রিপ্লেতে দেখা যায় বল ব্যাট স্পর্শ করেই উইকেটের পেছনে লিটনের হাতে যায়। লুইস ৮ রান করেন। ২৫ রানে প্রথম উইকেট হারায় উইন্ডিজ। ৯ রানে জীবন পাওয়া ব্র্যাথওয়ের সঙ্গী কার্টে।
শুরুতেই সহজ সুযোগ হাতছাড়া, উইন্ডিজের লিড ২০০
ইনিংসের তৃতীয় ওভারে সহজ সুযোগ হাতছাড়া। তাসকিনের করা দ্বিতীয় বলে খোঁচা দেন ব্র্যাথওয়েট। কিন্তু দ্বিতীয় স্লিপে দাঁড়ানো শাহাদাতের হাত ফসকালো সহজ এই ক্যাচ। বল বরাবর গেলেও তালুবন্দি করতে পারেননি এই ক্রিকেটার। ৯ রানে জীবন পেলেন ব্র্যাথওয়েট। চার ওভার না যেতেই উইন্ডিজের লিড দুইশ ছাড়ালো। শুরু থেকে কিছুটা আক্রমণাত্বক ক্রিকেট খেলছে স্বাগতিক শিবির।
১৮১ রানে পিছিয়ে থেকেও বাংলাদেশের ইনিংস ঘোষণা
অ্যান্টিগা টেস্টের চতুর্থ দিন (সোমবার) মাঠে নেমেছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। এখনো লাল সবুজের দল পিছিয়ে আছে ১৮১ রানে। তবে ব্যাটিংয়ে নামেনি মেহেদী হাসান মিরাজের দল। হাতে ১ উইকেট থাকলেও বাংলাদেশ ২৬৯ রানে ইনিংস ঘোষণা করেছে। তাসকিন ১১ ও শরিফুল ৫ রানে অপরাজিত ছিলেন। চতুর্থ দিন ১৮১ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ।
তাসকিন-শরিফুলে তৃতীয় দিনের ইতি
অলআউট ছিল সময়ের ব্যাপার। তাসকিন-শরিফুল সেটি হতে দেননি। দুজনে ১২ রানের জুটি গড়ে অলআউট হওয়া থেকে বাঁচান তৃতীয় দিনে। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ২৬৯। এখনো ১৮১ রানে পিছিয়ে লাল সবুজের দল। তাসকিন ১১ ও শরিফুল ৫ রানে অপরাজিত আছেন। এর আগে ৪০ রানে দিন শুরু করে বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। সর্বোচ্চ ৫৩ রান করেন জাকের। ৫০ রান আসে মুমিনুলের ব্যাট থেকে। উইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন আলঝারি জোসেফ।
সাড়ে চারশ রান করে উইন্ডিজের ইনিংস ঘোষণা
৪৫০ রানে ইনিংস ঘোষণা করলো ওয়েস্ট ইন্ডিজ। অলাউট করতে পারেনি বাংলাদেশ। সর্বোচ্চ ১১৫ রানে অপরাজিত থাকেন জাস্টিন। ৯৭ রান করেন লুইস ও ৯০ রান করেন আথানাজে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন হাসান। দুটি করে উইকেট নেন তাসকিন-মিরাজ।
ঢাকা/রিয়াদ