ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

১৩ বছরেই আইপিএলে কোটিপতি হওয়া কে এই বৈভব?

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৩, ২৫ নভেম্বর ২০২৪  
১৩ বছরেই আইপিএলে কোটিপতি হওয়া কে এই বৈভব?

আইপিএলের নিলামে ১৩ বছর বয়সেই দল পেয়েছেন বৈভব সূর্যবংশী। তাকে ১ কোটি ১০ লাখ রূপিতে (১ কোটি ৫৬ লাখ টাকা) দলে ভিড়িয়েছে রাজস্থান রয়্যালস। সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে দল পেয়ে ও কোটিপতি হয়ে ইতিহাস গড়েছেন বৈভব।

কে এই কোটিপতি কিশোর?

বিহারে জন্ম নেওয়া বৈভবের ক্রিকেটে হাতেখড়ি হয় ৪ বছর বয়সেই। ৯ বছর বয়সেই বৈভব ভর্তি হন ক্রিকেট একাডেমিতে। সেখানে ভর্তি হওয়ার পর তার প্রতিভার বিকাশ ঘটে। ১২ বছর বয়সে তার অভিষেক হয় বিহারের ভিনু মানকড় ট্রফিতে। সেখানে ৫ ম্যাচে ৪০০ রান করে আলোচনায় উঠে আসেন।

আরো পড়ুন:

চলতি বছরের সেপ্টেম্বরে সবচেয়ে বড় অর্জনটি আসে তার। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে টেস্ট খেলার সুযোগ পান। চেন্নাইতে সেই ম্যাচে ৬২ বলে ১০৪ রানের ইনিংস খেলেন।

চলতি বছরের জানুয়ারিতে সবচেয়ে কম বয়সী দ্বিতীয় ক্রিকেটার হিসেবে রঞ্জি ট্রফিতে খেলেন বিহারের হয়ে। ১২ বছর ২৮৪ দিনে তার প্রথম শ্রেণিতের ক্রিকেটে অভিষেক হয়। প্রথম শ্রেণিতের ক্রিকেটে ১০ ইনিংস খেলে ১০০ রান করেন। সর্বোচ্চ সংগ্রহ ৪১।

 এরপর বৈভব ভারত ‘এ’ ও ‘বি’ অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পান। এরপর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দলেও সুযোগ পান তিনি।

আইপিএলের নিলামে আনক্যাপড ব্যাটসম্যান হিসেবে ৪৯১ নম্বরে জায়গা পান। সেখান থেকে তাকে দলে নিলো রাজস্থান।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়