ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

এক মাসের জন্য ছিটকে গেলেন ভিনিসিউস

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:১০, ২৫ নভেম্বর ২০২৪  
এক মাসের জন্য ছিটকে গেলেন ভিনিসিউস

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র এক মাসের জন্য ছিটকে গেলেন। রোববার লিগানেসের বিপক্ষে রিয়াল ৩-০ ব্যবধানে জয় পায়। এই ম্যাচে ইনজুরিতে পড়েন ভিনি। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় তিনি হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েছেন। যেটা থেকে সেরে উঠতে তার কমপক্ষে এক মাস সময় লাগবে।

আজ সোমবার (২৫ নভেম্বর) এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানায় ‘‘আজ রিয়াল মাদ্রিদ মেডিক্যাল সার্ভিসের মাধ্যমে টেস্টের পর আমাদের খেলোয়াড় ভিনিসিউস জুনিয়রের বাম পায়ে হ্যামস্ট্রিংয়ের ইনজুরি ধরা পড়ে।’’

এই ইনজুরির কারণে চারটি ম্যাচ মিস করবেন ভিনিসিউস। তার মধ্যে উয়েফা চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের বিপক্ষের ম্যাচও রয়েছে। এছাড়া লা লিগায় জিরোনা, অ্যাথলেটিক বিলবাও ও আটালান্টার বিপক্ষেও খেলতে পারবেন না তিনি।

আরো পড়ুন:

ভিনি ছাড়াও ইনজুরিতে আছেন রদ্রিগো, এদার মিলিতাও, দানি কারবাহাল, লুকাস ভাসকেজ, অরলিয়েন চুয়োমেনি ও ডেভিড আলবা। তাদের ছাড়া লিভারপুলের বিপক্ষে কেমন করে রিয়াল দেখার বিষয়।

চ্যাম্পিয়নস লিগে সবশেষ তিন ম্যাচের দুটিতেই হেরেছে রিয়াল। ৪ ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে তারা আছে ৩৬ দলের মধ্যে ১৮তম অবস্থানে। অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে হার মানলে আরও বিপাকে পড়বে কার্লো আনচেলোত্তির দল।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়