ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

অপরিবর্তিত দল নিয়েই অ্যাডিলেডে নামছে অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৯, ২৬ নভেম্বর ২০২৪   আপডেট: ১৯:১৮, ২৬ নভেম্বর ২০২৪
অপরিবর্তিত দল নিয়েই অ্যাডিলেডে নামছে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল।

পার্থ টেস্টে ভারতের বিপক্ষে চারদিনেই হেরে গেছে অস্ট্রেলিয়া। ২৯৫ রানের হার দিয়ে বর্ডার-গাভাস্কার ট্রফি শুরু করেছে প্যাট কামিন্সের দল। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ হারলেও একই দল নিয়ে দ্বিতীয় ম্যাচে নামছে অজিরা। অ্যাডিলেডে স্কোয়াডে কোনো পরিবর্তন আনছে না তারা। 

আগামী ৬ ডিসেম্বর অ্যাডিলেডে মাঠ গড়াবে দিবারাত্রির টেস্টে। বাংলাদেশ সময় সকাল ১০টায় মুখোমুখি হবে অস্ট্রেলিয়া এবং ভারত। এর আগে ৩০ নভেম্বর ক্যানবেরাতে ট্যুর ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার একাদশ এবং ইন্ডিয়ান্স।

এই ম্যাচ নিয়ে অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন, “ড্রেসিংরুমে এখন যারা আছে তারাই অ্যাডিলেড টেস্টে থাকবে। এখানে সবসময় বিবেচনা করার মত ব্যাপার রয়েছে। দুনিয়ার যে প্রান্তেই যান না কেন, আপনাকে কন্ডিশন বুঝে প্লেয়ার বাছাই করতে হবে।”

আরো পড়ুন:

পার্থে অবশ্য একাদশে পরিবর্তন আনতে পারে অস্ট্রেলিয়া। পার্থের গতির রাজ্যে ছিলেন না স্কট বোল্যান্ড এবং জশ ইংলিশ। তবে সুযোগ পাননি দুজনের কেউ। ব্যাটারদের ফর্ম বিবেচনায় ইংলিসকে খেলাতে পারে অস্ট্রেলিয়া। 

পার্থে মারনাস লাবুশেন নিজেকে হারিয়ে খুঁজেছেন। এছাড়া অলরাউন্ডার মিচেল মার্শও বল হাতে ব্যর্থ ছিলেন। প্রথম ইনিংসে ১২ রান খরচায় ২ উইকেট নিলেও দ্বিতীয় ইনিংসে ছিলেন বেশ খরুচে। তার জায়গায় দেখা যেতে পারে বোল্যান্ডকে। 

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়