ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

২০১ রানের জয়ে সিরিজে এগিয়ে গেলো উইন্ডিজ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০২, ২৬ নভেম্বর ২০২৪   আপডেট: ২১:৫৮, ২৬ নভেম্বর ২০২৪
২০১ রানের জয়ে সিরিজে এগিয়ে গেলো উইন্ডিজ

প্রথম ইনিংস

ওয়েস্ট ইন্ডিজ: ৪৫০/৯  বাংলাদেশ: ২৬৯/৯

দ্বিতীয় ইনিংস

আরো পড়ুন:

ওয়েস্ট ইন্ডিজ: ১৫২/১০  বাংলাদেশ: ১৩২/৯ (৩৮ ওভার)

ফল: ২০১ রানে জয়ী ওয়েস্ট ইন্ডিজ

অ্যান্টিগা টেস্টে ২০১ রানের বড় ব্যবধানে হারলো বাংলাদেশ। শরিফুল কাঁধে আঘাত পাওয়ার আর ব্যাটিংয়ে নামেননি। হাতে ১ উইকেট থাকলেও বাংলাদেশ পরাজয় মেনে নেয়। এর আগে গতকালও ১ উইকেট বাকি থাকা অবস্থায় ১৮১ রানে পিছিয়ে থেকে ইনিংস ঘোষণা করে মেহেদী হাসান মিরাজের দল। দুই ম্যাচের সিরিজে বাংলাদেশ পিছিয়ে গেল ১-০ ব্যবধানে। দ্বিতীয় ও শেষ টেস্ট জ্যামাইকায় ৩০ নভেম্বর থেকে। প্রথম ইনিংসে উইন্ডিজ ৪৫০ রান করে। জবাবে বাংলাদেশ থামে ২৬৯ রানে। দ্বিতীয় ইনিংসে দারুণ বোলিংয়ে উইন্ডিজকে ১৫২ রানের বেশি করতে দেয়নি। তবুও প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৩৪। তাড়া করতে নেমে মাত্র ১৩২ রানে থামে বাংলাদেশ।  

জাকের আলীর আউটে হারের প্রহর গুণছে বাংলাদেশ 

আলঝারি জোসেফের লেন্থ বলে জায়গা থেকে সরে এসে ফ্লিক করতে চেয়েছিলেন জাকের আলী। বল ব্যাট ফাঁকি দিয়ে লাগে পায়ে। জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার। রিভিউ নেন জাকের। কিন্তু লাভ হয়নি। বাংলাদেশকে লড়াইয়ে রেখেছিলেন জাকের, ৫৮ বলে ৩১ রান করেন এই ব্যাটার। 

হাসানের বিদায়ে বাংলাদেশের দিন শুরু

দিনের দ্বিতীয় ওভারে উইকেটের পতন দেখলো বাংলাদেশ। আলঝারি জোসেফের করা শেষ বলে পরাস্ত হন হাসান। খোঁচা দিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। ১২ বল খেলে কোনো রান করতে পারেননি। ক্রিজে জাকের আলীর সঙ্গী তাসকিন। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ২১৮ রান। আর উইন্ডিজের ২ উইকেট। 

উঁকি দিচ্ছে বড় পরাজয় 

অ্যান্টিগা টেস্টের পঞ্চম ও শেষ দিন মাঠে নেমেছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ২২৫ রান আর ওয়েস্ট ইন্ডিজের মাত্র ৩ উইকেট। বাংলাদেশের সামনে উঁকি দিচ্ছে বড় পরাজয়। জাকের আলী ১৫ ও হাসান মাহমুদ ০ রানে দিন শুরু করেন। গতকাল ৭ উইকেটে ১০৯ রানে দিন শেষ করে তারা। 

চতুর্থ দিন ১৭ উইকেটের পতন 

সিলসের বলে তাইজুল পরাস্ত হলে বাংলাদেশের সপ্তম উইকেটের পতন ঘটে। এরপর চতুর্থ দিনে খেলা হয় আর মাত্র ১.২ ওভার। বাংলাদেশ ৭ উইকেটে ১০৯ রানে দিন শেষ করে। জাকের ১৫ ও হাসান শূন্য রানে অপরাজিত আছেন। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন মিরাজ। ২২ রান করেন লিটন। আর কেউ বিশের বেশি করতে পারেননি। জয়ের জন্য এখনো প্রয়োজন ২২৫ রান। হাতে আছে মাত্র ৩ উইকেট। সারাদিন জুড়ে পড়েছে ১৭ উইকেট। বাংলাদেশ ব্যাটিংয়ে না নেমে ইনিংস ঘোষণা করে দেয়। উইন্ডিজ ১৮১ রানে এগিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে ১৫২ রান যোগ করে অলআউট হয়। বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৩৪। 

ঢাকা/রিয়াদ


সর্বশেষ

পাঠকপ্রিয়