ঢাকা     শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৯ ১৪৩১

লেভানডোভস্কির জোড়া গোলে ব্রেস্টকে হারালো বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৬, ২৭ নভেম্বর ২০২৪   আপডেট: ১২:০০, ২৭ নভেম্বর ২০২৪
লেভানডোভস্কির জোড়া গোলে ব্রেস্টকে হারালো বার্সেলোনা

বার্সেলোনার জয়ের নায়ক রবার্ট লেভানডোভস্কি।

লামিনে ইয়ামালকে ছাড়া ইদানিং বার্সেলোনার আক্রমণভাগটা ঠিক জমে উঠছিলো না। বিগত কয়েক ম্যাচ ছন্নছাড়া খেলা উপহার দিয়েছে হ্যান্সি ফ্লিকের দল। তবে চ্যাম্পিয়নস লিগেই ঘুরে দাঁড়িয়েছে তারা। বেস্টের বিপক্ষে আক্রমণের ঝড় তুলে ৩-০ ব্যবধানে জিতেছে কাতালানরা। 

মঙ্গলবার (২৬ নভেম্বর) ঘরের মাঠে দারুণ জয়ে দুই অর্ধে দুটি গোল করেছেন রবার্ট লেভানডোভস্কি। মাঝখানে অন্য গোলটি করেছেন দানি ওলমো। ম্যাচে ৭৬ শতাংশ সময় বল দখলে রাখে বার্সেলোনা। গোলের জন্য আট শট নিয়ে তিনটিতে জাল খুঁজে পায়। ব্রেস্ট দুটি শট নিলেও ছিল লক্ষ্যহীন।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ করে খেলতে থাকে বার্সেলোনা। তারই ধারায় দশম মিনিটে এগিয়ে যায় তারা। ডি-বক্সে লেভানডোভস্কিকে ফাউল করেন ব্রেস্টের এক খেলোয়াড়। দেরি না করে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে ডান দিক দিয়ে জাল খুঁজে নেন পোলিশ তারকা।

আরো পড়ুন:

মাঝে দুটি ভালো সুযোগ মিস করেন ফেরমিন লোপেজ। চর্তুদশ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে শট লক্ষ্যে রাখতে পারেননি তিনি। ১৯তম মিনিটে রাফিনিয়ার কাছ থেকে বল পেয়ে গোলরক্ষক বরাবর শট নেন। ৪০তম মিনিটে আরেকটি ভালো সুযোগ হাতছাড়া করেন এই তারকা।

দ্বিতীয়ার্ধেও বার্সেলোনার এই গোল মিসের মহড়া চলতে থাকে। দুটি ভালো সুযোগ মিস করেন লোপেজ ও ওলমো। অবশেষে ৬৬তম মিনিটে ব্যবধান বাড়ায় বার্সেলোনা। জেরার্ড মার্টিনের চমৎকার পাস পেয়ে ডিফেন্ডারদের এড়িয়ে কাছের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন ওলমো।

৭৬তম মিনিটে এক গোল শোধ করে ফেলছিলো ব্রেস্ট। তবে অফসাইডের পতাকা তোলেন লাইনসম্যান। নির্ধারিত সময়ে আর কোনো গোল হয়নি। ব্রেস্টের কফিনে বার্সেলোনা শেষ পেরেকটি ঠুকে দেয় যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে। আলেহান্দ্রো বাল্দের কাছ থেকে বল পেয়ে নিজের দ্বিতীয় গোলটি করে দলের সহজ জয় নিশ্চিত করেন লেভানডোভস্কি। 

এই জয়ে ৫ ম্যাচে টানা চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে বার্সেলোনা। ১৩ পয়েন্ট নিয়ে চূড়ায় ইন্টার মিলান। ৪ ম্যাচের ১২ পয়েন্ট পাওয়া লিভারপুল আছে তিনে। তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে সাতে উঠে এসেছে আর্সেনাল। 

ঢাকা/বিজয়


সর্বশেষ

পাঠকপ্রিয়