ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

তানজিম সাকিবের জোড়া উইকেট, জয় পেল দল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৬, ২৭ নভেম্বর ২০২৪   আপডেট: ১৪:৪২, ২৭ নভেম্বর ২০২৪
তানজিম সাকিবের জোড়া উইকেট, জয় পেল দল

গ্লোবাল সুপার লিগে অভিষেকেই দারুণ বোলিং করেছেন বাংলাদেশের তানজিম হাসান সাকিব। ঝুলিতে পুরেছেন জোড়া উইকেট। এমন বোলিংয়ের দিনে জয় পেয়েছে তার দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। লাহোর কালান্দার্সের বিপক্ষে ৬ উইকেটের জয় পেয়েছে তারা।

প্রভিডেন্সে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন গায়ানার অধিনায়ক ইমরান তাহির। শুরুতেই বল হাতে পান তানজিম। দ্বিতীয় ওভারেই গায়ানাকে এনে দেন প্রথম উইকেট। তার বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন মির্জা বেগ। এরপর লাহোরের ইনিংসের শেষ উইকেটও দখল করেন তিনি। 

তানজিমের সঙ্গে ডোয়াইন প্রিটোরিয়াসের তোপে ১২৫ রানে গুটিয়ে যায় লাহোরের ইনিংস। লাহোরের কেউই প্রতিরোধ গড়তে পারেননি। দুই অঙ্কের রানের দেখা পেয়েছেন মাত্র ৩ জন। আবেল ৪৫ বলে ৪৮ ও রসিংটন ১৯ বলে ২৫ রান করেন।

আরো পড়ুন:

গায়ানার পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন প্রিটোরিয়াস। তানজিম ৩.২ ওভার বল করে মাত্র ২০ রান খরচ করে জোড়া উইকেট শিকার করেন। দুই উইকেট তুলে নেন হাসান খান। একটি উইকেট পান অধিনায়ক তাহির।

জবাব দিতে নেমে শুরুতেই মার্ক দেয়ালকে হারায় অ্যামাজন। এরপর ধীরেসুস্থে দলকে এগিয়ে নেন মঈন আলী ও শাই হোপ। ১৯ বলে ১৭ রান করে মঈন বিদায় নিলে শিমরন হেটমেয়ার আসেন ক্রিজে। তিনিও দেখেশুনে খেলা শুরু করেন।

২১ বলে ১৪ রান করে বিদায় নেন হেটমেয়ারও। হোপ আগলে রাখেন এক প্রান্ত। ১৫ রান করে বিদায় নেন চেজ। এরপর কিমো পলকে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন হোপ। পল ১৩ বলে দুটি করে চার-ছক্কায় ২৭ রানের অপরাজিত থাকেন। হোপ ৪৩ বলে ৪৫ রান করে অপরাজিত থাকেন।

লাহোরের পক্ষে দুটি করে উইকেট শিকার করেন সালমান মির্জা ও আসিফ আফ্রিদি। ৪ উইকেট শিকারের পাশাপাশি দারুণ দুটি ক্যাচ ধরে ম্যাচসেরা হন গায়ানার প্রিটোরিয়াস।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়