ঢাকা     মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৩ ১৪৩১

২৭ কোটির পন্ত পাবেন ১৭ কোটি, বাকি ১০ কোটি পাচ্ছে কে?

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪০, ২৭ নভেম্বর ২০২৪   আপডেট: ১৭:৫১, ২৭ নভেম্বর ২০২৪
২৭ কোটির পন্ত পাবেন ১৭ কোটি, বাকি ১০ কোটি পাচ্ছে কে?

আইপিএলের ২০২৫ সালের আসরে সবচেয়ে দামী খেলোয়াড় ঋষভ পন্ত।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের নিলামে সবচেয়ে বেশি দামি ক্রিকেটার হিসেবে বিক্রিত হয়েছেন ঋষভ পন্ত। রেকর্ড ২৭ কোটি টাকা খরচে তাকে কিনেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। তবে এই ২৭ কোটি টাকার সবটা পাবেন না পন্ত। অবাক হলেও এটাই সত্যি!

ভারত সরকারের নিয়মানুযায়ী, সে দেশের কোনো নাগরিকের আয় যদি কোটি টাকার একটা সীমা পর্যন্ত পৌঁছে, তাহলে তাকে সেই টাকার উপর নির্দিষ্ট হারে কর পরিশোধ করতে হয়। আয়কর হিসাবে প্রায় কোটি টাকা কাটা যাবে পন্তেরও। শেষ পর্যন্ত কত টাকা পাবেন ভারতীয় এই ক্রিকেটার?

এবারের নিলামে সকলের চোখ ছিল পন্তের দিকে। প্রথমেই তাকে নেওয়ার জন্য আগ্রহ দেখায় সানরাইজার্স হায়দ্রাবাদ। তবে তাদেরকে চ্যালেঞ্জ করে পন্তকে রাখতে আরটিএম কার্ড ব্যবহার করে দিল্লী ক্যাপিটালস। এরপর দিল্লীকেও ছাপিয়ে ২৭ কোটি দাম দিয়ে পন্তকে নিজেদের করে নেয় লক্ষ্ণৌ। 

আরো পড়ুন:

এই ২৭ কোটি টাকার পুরোটা পাবেন না পন্ত। আয়কর বাবদ তাকে পরিশোধ করতে হবে প্রায় ১০ কোটি টাকা। নিয়ম অনুযায়ী, কোনো ভারত্য নাগরিকের আয় ২৭ কোটি টাকা হলে তাকে ৩০ শতাংশ কর দিতে হয়। তবে পুরো ২৭ কোটির ৩০ শতাংশ নয়, টাকার অংকটা তিন ভাগ করে কর নির্ধারণ করা হবে। প্রথম ভাগে ৫ শতাংশ, দ্বিতীয় ভাগে ২০ শতাংশ এবং তৃতীয় ভাগে ৩০ শতাংশ কর হিসেবে কাটা হবে। 

পন্তের ২৭ কোটি টাকাকে তিন ধাপে কাটার পর সব মিলিয়ে তার করের পরিমাণ দাঁড়ায় ৮ কোটি ৯ লক্ষ ৬২ হাজার ৫০০ টাকা। এর সঙ্গে যোগ হবে আরও ৪ শতাংশ। যার হিসেবে আসে ৩২ লক্ষ ৩৮ হাজার ৫০০ টাকা। সেই সঙ্গে ১৫ শতাংশ সারচার্জ। যার পরিমাণ হবে ১ কোটি ২৬ লক্ষ ৩০ হাজার ১৫০ টাকা। 

সব মিলিয়ে আইপিএলের আয় থেকে প্রায় ১০ কোটি টাকা (৯ কোটি ৬৮ লক্ষ ৩১ হাজার ১৫০ টাকা) দিতে হবে ভারত সরকারকে। এরপর যা থাকবে সেটাই হলো পন্তের লাভ। সে হিসেবে ভারতীয় উইকেটরক্ষক পাবেন ১৭ কোটি ৩২ লক্ষ টাকা।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়