ঢাকা     বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৩ ১৪৩১

র‍্যাংকিংয়ে তাসকিনের বড় লাফ, সেরা তিনে মিরাজ 

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪০, ২৭ নভেম্বর ২০২৪   আপডেট: ১৭:৫১, ২৭ নভেম্বর ২০২৪
র‍্যাংকিংয়ে তাসকিনের বড় লাফ, সেরা তিনে মিরাজ 

আইসিসি র‍্যাংকিংয়ে তাসকিন ও মিরাজের উন্নতি।

আইসিসির টেস্ট বোলারদের র‍্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন বাংলাদেশের তাসকিন আহমেদ। সেই সঙ্গে অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ে সেরা তিনে জায়গা করে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। আইসিসির হালনাগাদকৃত সবশেষ প্রকাশিত র‍্যাংকিংয়ে আরও এগিয়েছেন মুমিনুল হক।

ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম ম্যাচে বাংলাদেশ হারলেও ভালো বোলিং করেছেন তাসকিন আহমেদ। তারই পুরস্কার পেলেন র‍্যাংকিংয়ে উন্নতি করে। তাসকিন আহমেদ এক লাফে এগিয়েছেন ১৬ ধাপ। পিছিয়েছেন তাইজুল ইসলাম, সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। বোলারদের তালিকায় শীর্ষে আছেন জাসপ্রীত বুমরাহ। 

অলরাউন্ডার র‍্যাংকিংয়ে সেরা তিনে উঠেছেন মিরাজ। এই তালিকায় তার সঙ্গে যৌথভাবে তিনেই আছেন সাকিব আল হাসান। দুইজনেরই রেটিং ২৬৯। প্রথম ও দ্বিতীয় স্থানে আছেন রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন।

আরো পড়ুন:

টেস্ট বোলারদের শীর্ষে থাকা বুমরাহর রেটিং পয়েন্ট ৮৮৩। দুইয়ে নেমে গেছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা। তার রেটিং ৮৭২। তিনে জশ হ্যাজলউড। চারে অশ্বিন, পাঁচে শ্রীলঙ্কার প্রবাথ জয়াসুরিয়া ও ছয়ে আছেন প্যাট কামিন্স। 

বাংলাদেশি বোলারদের মধ্যে সবার উপরে আছেন তাইজুল ইসলাম। তবে তিনি নিচে নেমেছেন। পাঁচ ধাপ অবনতি হয়ে তার অবস্থান এখন ২৩তম স্থানে। ভারতের মোহাম্মদ সিরাজ তিন ধাপ এগিয়ে এসেছেন ২৫তম স্থানে। সিরাজের পরেই আছেন মিরাজ। সাকিব আছেন ৩৪তম স্থানে।

তাসকিন ১৬ ধাপ এগিয়ে আছেন ৫১তম স্থানে। তার রেটিং ৩৮৩। এছাড়া নাঈম হাসান ৫৫তম, হাসান মাহমুদ ৫৭ তম, শরিফুল ইসলাম ৬৭তম স্থানে আছেন। 

টেস্ট ব্যাটিং র‍্যাংকিংয়ে যথারীতি শীর্ষে আছেন জো রুট। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবার উপরে আছেন মুশফিকুর রহিম ও লিটন দাস। যৌথভাবে ৩২তম স্থানে আছেন তারা। এক ধাপ এগিয়েছেন মুমিনুল হক। তিনি আছেন ৪৭তম স্থানে। এক ধাপ এগিয়ে মিরাজ আছেন ৬৭তম স্থানে। 

ঢাকা/বিজয়


সর্বশেষ

পাঠকপ্রিয়