ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

প্রত্যাবর্তন রাঙালেন উইলিয়ামসন, ফাইফারের অপেক্ষায় বশির 

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৬, ২৮ নভেম্বর ২০২৪   আপডেট: ১৫:২৬, ২৮ নভেম্বর ২০২৪
প্রত্যাবর্তন রাঙালেন উইলিয়ামসন, ফাইফারের অপেক্ষায় বশির 

ফিফটি করার পর কেন উইলিয়ামসন।

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজকে ঘিরে নিউ জিল্যান্ডের ভক্ত-সমর্থকদের আগ্রহ একটু বেশিই ছিল। কারণ আর কিছু নয়, দীর্ঘদিন পর কেন উইলিয়ামসনের ফেরা। নিউ জিল্যান্ডের সেরা ব্যাটারও নিরাশ করেননি। প্রত্যাবর্তনটা রাঙিয়েছেন দারুণভাবে। খেলেছেন ৯৩ রানের ইনিংস। ৭ রানের আক্ষেপ থাকলেও দীর্ঘদিন পর ক্রিকেটে ফেরার আনন্দটাই অবশ্য বেশি।

উইলিয়ামসনের ফেরার দিনে ইংল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিনে ভালো অবস্থানে আছে নিউ জিল্যান্ড। সমানে জবাব দিচ্ছে ইংল্যান্ডও। কিউইদের ৩১৯ রানের জবাবে তারা তুলে নিয়েছে ৮ উইকেট। এর মধ্যে ৪ উইকেট তুলে নিয়ে ফাইফারের অপেক্ষায় আছেন স্পিনার শোয়েব বশির। 

ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। দ্বিতীয় ওভারেই ডেভন কনওয়েকে ফিরিয়ে দেন অ্যাটকিনসন। ৮ বলে ২ রান করে বিদায় নেন কনওয়ে। ক্রিজে আসেন উইলিয়ামসন। অধিনায়ক টম লাথামকে নিয়ে এগোতে থাকেন তিনি। দ্বিতীয় উইকেটে ৫৮ রানের জুটি গড়েন দুজন। লাথাম ৪৭ রানে আউট হলে ভাঙে এই জুটি।

আরো পড়ুন:

এরপর তৃতীয় উইকেটে রাচিন রবীন্দ্রকে নিয়ে ৬৮ রানের জুটি গড়েন উইলিয়ামসন। রাচিনকে আউট করে এই জুটি ভাঙেন বশির। তিনটি বাউন্ডারিতে ৪৯ বলে ৩৪ রান করেন রাচিন। চতুর্থ উইকেটেও ড্যারিল মিচেলকে নিয়ে অর্ধশত রানের জুটি গড়েন অভিজ্ঞ ব্যাটার। দুজন মিলে যোগ করেন ৬৯ রান।

৪৭ বলে ১৯ রান করা মিচেলকে বিদায় করে দ্বিতীয় উইকেট তুলে নেন কার্স। এর মধ্যেই ফিফটি তুলে নেন দীর্ঘদিন পর ক্রিকেটে ফেরা উইলিয়ামসন। ফিফটি হাঁকিয়ে সেঞ্চুরির দিকে আগাচ্ছিলেন তিনি। তবে তাকে আশাহত হতে হয় সেঞ্চুরি থেকে ৭ রান দূরে থাকতে। তাকে ফেরান অ্যাটকিনসন। ১৯৭ বলে ১০ চারে ৯৩ রান করেন উইলিয়ামসন।

এরপর দ্রুতই টম ব্লান্ডেল ১৭ রান ও নাথান স্মিথ ৩ রান করে বিদায় নেন। দুইজনকেই ফেরান বশির। অষ্টম উইকেটে ৪৬ রানের জুটি গড়েন ফিলিপস ও ম্যাট হেনরি। হেনরিকে আউট করে এই জুটিও ভাঙেন বশির। ৩২ বলে ১৮ রান করেন হেনরি। এরপর আর কোনো উইকেট হারায়নি কিউইরা।

নবম উইকেটে ২১ রানের অবিচ্ছিন্ন জুটি নিয়ে দিন শেষ করেছেন গ্লেন ফিলিপস ও টিম সাউদি। ফিলিপস ৫৮ বলে ৪১ রান এবং সাউদি ১৯ বলে ১০ রানের ক্রিজে আছেন। ইংল্যান্ডের পক্ষে বশির চারটি এবং কার্স ও অ্যাটকিনসন একটি করে উইকেট নিয়েছেন। 

ঢাকা/বিজয়


সর্বশেষ

পাঠকপ্রিয়