ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

অ্যাডিলেডে অনিশ্চিত মার্শ, স্কোয়াডে ‘আলোচিত’ ওয়েবস্টার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৩, ২৮ নভেম্বর ২০২৪   আপডেট: ১৫:২৯, ২৮ নভেম্বর ২০২৪
অ্যাডিলেডে অনিশ্চিত মার্শ, স্কোয়াডে ‘আলোচিত’ ওয়েবস্টার

মার্শের বিকল্প হিসেবে দলে ডাক পেলেন বাউ ওয়েবস্টার।

বোর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্টে অনিশ্চিত মিচেল মার্শ। তাকে নিয়ে শঙ্কা রয়েছে। সেই শঙ্কা দূর করতেই স্কোয়াডে বাউ ওয়েবস্টারকে যুক্ত করেছে অস্ট্রেলিয়া। মার্শের বিকল্প হিসেবে ওয়েবস্টারের চেয়ে ভালো বিকল্প কাউকে পায়নি অজিরা। দুর্দান্ত ফর্মে আছেন এই অলরাউন্ডার।

অস্ট্রেলিয়ান ক্রিকেটে সাম্প্রতিক সময়ের আলোচিত ক্রিকেটার ওয়েবস্টার। ৩০ বছর বয়সী এই অলরাউন্ডারকে নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স করেছেন তিনি। সেই সঙ্গে বয়সভিত্তিক দলের হয়েও দেখিয়েছেন নৈপুণ্য।

কিছুদিন আগে অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে ভারতীয় ‘এ’ দলের বিপক্ষে দুটি আনঅফিসিয়াল টেস্ট খেলে অস্ট্রেলিয়া। সেই ম্যাচে তার ১৪৫ রানের ইনিংসটি তার ব্যাটিংয়ের বড় প্রমাণ। সেই ম্যাচে দারুণ ব্যাটিংয়ের সঙ্গে সাতটি উইকেটও নেন তিনি। 

আরো পড়ুন:

এখন পর্যন্ত ৯৩টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ওয়েবস্টার। তাতে ব্যাট-বল হাতে সমান তালে পারফর্ম্যান্স করে গেছেন। ১২টি সেঞ্চুরিসহ রান করেছেন পাঁচ হাজারের বেশি। বল হাতে উইকেট নিয়েছেন ১৪৮টি। সব মিলিয়ে মার্শ খেলতে না পারলে ওয়েবস্টারের জোর সম্ভাবনা থাকছে অভিষেকের।

অস্ট্রেলিয়া দলে বর্তমানে ব্যাকআপ ক্রিকেটার হিসেবে দলের সঙ্গে আছেন জস ইংলিস। তবে মার্শের বিকল্প হিসেবে অস্ট্রেলিয়া অলরাউন্ডারই বেছে নিবে বলেই ধরে নেওয়া যায়। সেক্ষেত্রে ওয়েবস্টারের অভিষেকের সম্ভাবনা থাকছে। বাকিটা দেখা যাবে অজিরা মাঠে নামলে। 

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়