এমবাপ্পের রোগের ‘ঔষধ’ খুঁজে পেয়েছেন আনচেলত্তি
অনেক আশা-ভরসা নিয়ে রিয়াল মাদ্রিদে এসেছিলেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসি তারকাকে নিয়ে রিয়াল ভক্তদের প্রত্যাশা ছিল আকাশচুম্বী। তবে প্রত্যাশার চাহিদা মেটাতে পারেননি। ম্যাচের পর ম্যাচ নিজের ছায়া হয়েই থাকছেন। এমবাপ্পের এই ব্যর্থতা রোগের সমাধান কি? প্রশ্নের উত্তর দিয়েছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। তিনি খুঁজে পেয়েছেনে ফরাসি তারকার রোগের ওষধ।
চ্যাম্পিয়নস লিগের ম্যাচে লিভারপুলের বিপক্ষে ২-০ গোলে হেরেছে রিয়াল। এই ম্যাচে স্প্যানিশ চ্যাম্পিয়নদের সামনে অবশ্য জয়ের সুযোগ ছিল। তবে এমবাপ্পে পেনাল্টি মিস করে সেই সুযোগ হাওয়ায় উড়িয়ে দেন। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি আসরের সর্বোচ শিরোপাধারীরা।
রিয়ালের জার্সিতে আরও একটি হতাশার ম্যাচ শেষে এমবাপ্পে অবশ্য পাশে পাচ্ছেন কোচ আনচেলত্তিকে। ম্যাচ শেষে রিয়াল কোচ বলেছেন, “তার জন্য এটা কঠিন সময়। তাকে আমাদের সমর্থন দিতে হবে এবং ভালোবাসা দিতে হবে। দ্রুতই সে ছন্দ ফিরে পাবে।”
“হতে পারে আত্মবিশ্বাসের ঘাটতি। কখনও কখনও এমন সময় আসে, যখন কোনো কিছু পক্ষে থাকে না। তবে সেই সময় পেরিয়ে যাওয়া যায়। অনেকে পেনাল্টিতে ব্যর্থ হয়, এটা অনেক সময়ই ঘটে। এর জন্য তাকে খুব একটা দোষ দেওয়া যাবে না।”- আরও যোগ করেন আনচেলত্তি।
এমবাপ্পের নিবেদনে ঘাটতি দেখেন না আনচেলত্তি, “সে কঠোর পরিশ্রম করে। এভাবেই কঠোর পরিশ্রম ও লড়াই চালিয়ে যেতে হবে তাকে। এই মুহূর্তে কোনো কিছু তার পক্ষে যাচ্ছে না। আমাদের ধৈর্য্য ধরতে হবে। সে অসাধারণ একজন খেলোয়াড়।”
৫ ম্যাচে তৃতীয় হারের পর পয়েন্ট তালিকার ২৪ নম্বরে নেমে গেছে রিয়াল। ৬ পয়েন্ট নিয়ে দলটি আছে প্লে-অফ জোনের বাইরে। আটালান্তা, রেড বুল সালসবুর্ক ও ব্রেস্টের বিপক্ষে শেষ তিন ম্যাচে ভালো করে সেটা এড়ানোর ব্যাপারে আশাবাদী আনচেলত্তি। সেই ম্যাচে অবশ্যই জ্বলে উঠতে হবে এমবাপ্পেকে।
ঢাকা/বিজয়