পিছিয়ে পড়েও জিতলো ম্যানইউ
উয়েফা ইউরোপা লিগের পঞ্চম ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েও জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। বৃহস্পতিবার দিবাগত রাতে তারা ঘরের মাঠে ৩-২ গোলে হারিয়েছে নরওয়ের ক্লাব বোডো গ্লিমসকে।
এই জয়ে ৫ ম্যাচের ২টিতে জিতে ও ৩টিতে ড্র করে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বাদশ স্থানে অবস্থান নিয়েছে রেড ডেভিলসরা। সমান ম্যাচ থেকে ৭ পয়েন্ট নিয়ে বোডো আছে ১৭তম অবস্থানে।
এদিন ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে যায় ম্যানইউ। আলেজান্দ্রো গারনাচোর গোলে এগিয়ে যায় তারা। এরপর অবশ্য পর পর দুই গোল হজম করে পিছিয়ে পড়ে ম্যানইউ। ১৯ মিনিটে বোডোর হাকোন ইভজেন গোল করে সমতা ফেরান। আর ২৩ মিনিটে ফিলিপ জিংককেরনাগেল গোল করে এগিয়ে নেন দলকে।
বিরতিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে সমতা ফেরায় ম্যানইউ। ৪৫ মিনিটের মাথায় নউসায়ির মাজরাউয়ির বাড়িয়ে দেওয়া বল পেয়ে ডান পায়ের শটে জালে জড়ান রাসমাস। তাতে ২-২ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় উভয় দল।
বিরতি থেকে ফিরেই নিজের জোড়া গোল পূর্ণ করেন রাসমাস। ৫০ মিনিটে ম্যানুয়েল উগার্তের বাড়িয়ে দেওয়া বল পেয়ে বাম পায়ের শটে গোল করেন রাসমাস। বাকি সময়ে অবশ্য আর কোনো গোল হয়নি। তাতে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানইউ।
ঢাকা/আমিনুল