ফিফা বর্ষসেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে মেসি-ভিনিসিউস-রদ্রি
গেল বছরের ২৩ আগস্ট থেকে চলতি বছরের ১০ আগস্ট পর্যন্ত সময়ে যেসব খেলোয়াড় ভালো খেলেছেন তাদের মধ্য থেকে সেরা খেলোয়াড় বাছাই করছে ফিফা। আজ শুক্রবার (২৯ নভেম্বর) ফিফা ‘বর্ষসেরা পুরুষ খেলোয়াড়-২০২৪’ নির্বাচনের ক্ষেত্রে সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে।
সেই তালিকায় স্থান পেয়েছেন গেল বছরের বিজয়ী লিওনেল মেসিও। এ বছর তিনি কোপা আমেরিকা জিতে উঠে এসেছেন সংক্ষিপ্ত তালিকায়। এছাড়া ইন্টার মায়ামির হয়ে লিগস কাপ-২০২৩ ও ২০২৪ সাপোর্টার্স শিল্ড জিতেছেন। তবে ইউরোপের বাইরে থেকে কেবল মেসিই সুযোগ পেয়েছেন ১১ জনের সংক্ষিপ্ত তালিকায়। বাকিরা সবাই ইউরোপ থেকে।
সবচেয়ে বেশি খেলোয়াড় আছেন রিয়াল মাদ্রিদ থেকে। সংক্ষিপ্ত তালিকায় কিলিয়ান এমবাপ্পে, জুদ বেলিংহ্যাম, দানি কারবাহাল, ফেদেরিকো ভালভার্দে, টনি ক্রুসের পাশাপাশি আছেন ব্যালন ডি’অরে দ্বিতীয় হওয়া ভিনিসিউস জুনিয়রও।
ভিনির পাশাপাশি আছেন ২০২৪ ব্যালন ডি’অর জেতা ম্যানচেস্টার সিটির রদ্রিও। আছেন আরলিং হালান্ডও। এছাড়া বার্সেলোনা থেকে আছেন লামিনে ইয়ামাল। বায়ার লেভারকুজেন থেকে আছেন ফ্লোরিয়ান উইর্টজ।
মনোনীত খেলোয়াড়দের তালিকা:
১. লিওনেল মেসি (ইন্টার মিয়ামি)
২. কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ)
৩. জুদ বেলিংহাম (রিয়াল মাদ্রিদ)
৪. ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)
৫. দানি কারভাহাল (রিয়াল মাদ্রিদ)
৬. ফেদেরিকো ভালভার্দে (রিয়াল মাদ্রিদ)
৭. টনি ক্রুস (অবসরপ্রাপ্ত, রিয়াল মাদ্রিদ)
৮. রদ্রি (ম্যানচেস্টার সিটি)
৯. আরলিং হালান্ড (ম্যানচেস্টার সিটি)
১০. লামিন ইয়ামাল (বার্সেলোনা)
১১. ফ্লোরিয়ান উইর্টজ (বায়ার লেভারকুজেন)।
ঢাকা/আমিনুল