ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

চ্যাম্পিয়নস ট্রফির বিষয়ে ভারত-পাকিস্তানকে আরও সময় দিলো আইসিসি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩০, ২৯ নভেম্বর ২০২৪  
চ্যাম্পিয়নস ট্রফির বিষয়ে ভারত-পাকিস্তানকে আরও সময় দিলো আইসিসি

ভারতের অনীহার কারণে ঝুলে গেছে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। পাকিস্তান এটার আয়োজক হলেও সেখানে গিয়ে ভারত কোনোভাবেই খেলবে না। অন্যদিকে পাকিস্তানও যথোপযুক্ত প্রস্তাব ছাড়া তাদের দেশের বাইরে এই টুর্নামেন্ট আয়োজন করতে রাজি হবে না। আবার বিরাট আর্থিক ক্ষতির বিষয় ভেবে আইসিসিও ভারতকে ছাড়া এই টুর্নামেন্ট আয়োজন করার পক্ষেও না। সব মিলিয়ে পেন্ডুলামের মতো দুলছে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ভাগ্য। সে কারণে তিন মাসেরও কম সময় হাতে থাকলেও আইসিসি এখনও এই টুর্নামেন্টের সূচি প্রকাশ করতে পারেনি।

এদিকে আজ শুক্রবার (২৯ নভেম্বর) থেকে শুরু হয়েছে আইসিসির বোর্ড মিটিং। সেখানে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই), আইসিসির নের্তৃবৃন্দ ও কিছু সদস্য দেশকে দায়িত্ব ও সময় দেওয়া হয়েছে চ্যাম্পিয়নস ট্রফির বিষয়ে একটি গ্রহণযোগ্য সমাধান বের করার। এমন একটি সমাধান বের করা সেটা যেন ভারত ও পাকিস্তানের সরকারও মেনে নেয়।

অবশ্য গতকাল জানা গিয়েছিল, বোর্ড সভায় চ্যাম্পিয়নস ট্রফির বিষয়ে তিনটি অপশন থাকবে।

আরো পড়ুন:

এক.
হাইব্রিড মডেল। যেখানে অধিকাংশ ম্যাচ পাকিস্তানে অনুষ্ঠিত হবে। কেবল ভারত সংশ্লিষ্ট ম্যাচগুলো পাকিস্তানের বাইরে অনুষ্ঠিত হবে।

দুই.
পুরো টুর্নামেন্ট পাকিস্তানের বাইরে অনুষ্ঠিত হবে। কিন্তু আয়োজকের স্বত্ত্ব পাকিস্তানেরই থাকবে।

তিন.
ভারতকে ছাড়া পুরো টুর্নামেন্ট পাকিস্তানে অনুষ্ঠিত হবে।

কিন্তু এসব বিষয় নিয়ে বোর্ড সভায় কোনো আলোচনা হয়নি। কেবল ১৫ মিনিট চ্যাম্পিয়নস ট্রফির ভাগ্য নির্ধারণ নিয়ে কথা হয় এবং সিদ্ধান্তে আসতে পিসিবি, বিসিসিআই, আইসিসির কিছু কর্তকর্তা ও আইসিসির আরও কিছু সদস্য দেশকে দায়িত্ব ও সময় দেওয়া হয়।

এখন দেখার বিষয় তারা শেষ পর্যন্ত কোন সিদ্ধান্তে পৌঁছায়।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়