ফিফা বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত তালিকায় স্কালোনি-আনচেলোত্তি-গার্দিওলা
ফিফা আজ শুক্রবার বর্ষসেরা কোচদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় স্থান পেয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি, রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলোত্তি, স্পেনের কোচ লুইস দেলা ফুয়েন্তে, ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা ও বায়ার লেভারকুজেনের কোচ জাভি আলোনসো।
এদের মধ্যে কেবল দুইজন এর আগে ফিফার বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছিলেন। তারা হলেন- স্কালোনি ও গার্দিওলা।
ফিফা বর্ষসেরা খেলোয়াড়, কোচ ও অন্যান্য পুরস্কারের জন্য আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত ভোট দেওয়া যাবে। আগামী জানুয়ারিতে অনুষ্ঠিত হবে ফিফা বর্ষসেরা খেলোয়াড় ও কোচসহ অন্যান্য পুরস্কার প্রদান অনুষ্ঠান। যদিও তারিখ এখনও নির্দিষ্ট করা হয়নি।
স্কালোনি আর্জেন্টিনাকে ২০২৪ কোপা আমেরিকার শিরোপা জিতিয়েছেন। অন্যদিকে ফুয়েন্তে স্পেনকে জিতিয়েছেন ইউরো-২০২৪ এর শিরোপা। রিয়ালের কোচ আনচেলোত্তি জিতিয়েছেন উয়েফা চ্যাম্পিয়নস লিগ, লা লিগা ও স্প্যানিশ সুপার কোপার শিরোপা।
পেপ গার্দিওলা ম্যানচেস্টার সিটিকে জিতিয়েছেন ক্লাব ওয়ার্ল্ড কাপ, ইংলিশ প্রিমিয়ার লিগ ও এফএ কমিউনিটি শিল্ডের শিরোপা। আর জাভি আলোনসোর তত্ত্বাবধানে বায়ার লেভারকুজেন গড়ে ইতিহাস। অপরাজিত থেকে জিতে নেয় জার্মান বুন্দেসলিগার শিরোপা। ডিএফবি পোকালও জেতান দলকে। এছাড়া উয়েফা ইউরোপা লিগের ফাইনালও খেলে লেভারকুজেন।
ঢাকা/আমিনুল