ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

খরুচে তানজিম, হারলো গায়ানা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০০, ৩০ নভেম্বর ২০২৪   আপডেট: ১১:৩৪, ৩০ নভেম্বর ২০২৪
খরুচে তানজিম, হারলো গায়ানা

বোলিংয়ে নিজেকে চেনাতে পারেননি তানজিম।

গ্লোবাল সুপার লিগে নিজের প্রথম ম্যাচে বল হাতে দারুণ পারফর্ম্যান্স করেছিলেন তানজিম হাসান সাকিব। তবে ধারাবাহিকতা ধরে রাখতে পারলেন না। দ্বিতীয় ম্যাচে এসেই খেই হারিয়েছেন। তানজিমের খরুচে বোলিংয়ের দিনে ভিক্টোরিয়ার বিপক্ষে ৪ উইকেটে হেরেছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

শুক্রবার (২৯ নভেম্বর) প্রভিডেন্সে টস হেরে ব্যাট করতে নেমে মঈন আলীর ফিফটি ও শাই হোপের দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬২ রান তোলে গায়ানা। জবাব দিতে নেমে ৪ বল বাকি থাকতেই ৪ উইকেটের জয় তুলে নেয় ভিক্টোরিয়া।

ম্যাচের শুরুতেই তানজিম সাকিবের হাতে বল তুলে দেন গায়ানার অধিনায়ক ইমরান তাহির। ইনিংসের দ্বিতীয় ওভারে আক্রমণে আসা তানজিম খরচ করেন ৮ রান। এরপর ভিক্টোরিয়ার ২৭ রানের ওপেনিং জুটি ভাঙেন গুডাকেশ মোতি। ব্লেক ম্যাকডোনাল্ডকে ফেরান তিনি। 

আরো পড়ুন:

পরের ওভারেই হাসান খান ফেরান জো ক্লার্ককে।  নবম ওভারে জোড়া আঘাত হানেন অধিনায়ক তাহির। সঞ্জয় কৃষ্ণমূর্তি ও জোনাথান ওয়েলসকে ফেরান সাবেক প্রোটিয়া লেগস্পিনার।

দশম ওভারে এসে ৬ রান দেন তানজিম। তবে কোনো উইকেট পাননি। এর মাঝেই আউট হন ভিক্টোরিয়ার অধিনায়ক কোরি অ্যান্ডারসন। ৯ বলে ৮ রান করেন তিনি। ফ্রি হিটে রান আউট হলে বড় ধাক্কা খায় ভিক্টোরিয়া। দলকে ম্যাচে টিকিয়ে রাখেন স্কট এডওয়ার্ডস। 

১৭তম ওভারে ফের আনা হয় তানজিমকে। এসেই ওভারের প্রথম বলে তানজিম স্লোয়ারে বোল্ড করেন এডওয়ার্ডসকে। ঐ ওভারে তানজিম দেন ৯। তবে নিজের শেষ ওভারেই সব হিসেব এলোমেলো করে দেন ১৩ রান। তাতে দলের হারের সঙ্গে তানজিমের নামের পাশেও লেখা হয়ে যায় ৪ ওভারে ৩৪ রান, পেয়েছেন ১ উইকেট।

এর আগে ব্যাট করতে নেমে শুরুতেই রোস্টন চেইজের উইকেট হারায় গায়ানা। তবে শাই হোপ আর মঈন আলীর ৭৪ রানের জুটিতে বড় স্কোরের পথেই থাকে তারা। ৩৩ বলে ৫১ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন মঈন।

হোপ ভালো খেলতে থাকলেও তাকে বিদায় নিতে হয় ফিফটির আগেই। ৪০ রান করে বিদায় নেন এই ব্যাটার। হেটমেয়ার করেন ১৩ বলে ১৮।  শেষ দিকে হাসানের ১২ বলে ২৫ রানের ক্যামিওতে ১৬২ রানের পুঁজি পায় গায়ানা। 

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়