ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

ওয়েস্ট হ্যামকে গোলবন্যায় ভাসিয়ে দুইয়ে উঠল আর্সেনাল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৫, ১ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১১:২২, ১ ডিসেম্বর ২০২৪
ওয়েস্ট হ্যামকে গোলবন্যায় ভাসিয়ে দুইয়ে উঠল আর্সেনাল

গোল করার পর আর্সেনালের গ্যাব্রিয়েলের উল্লাস।

প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে শুরুতে তাল মেলাতে না পারলেও ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নিচ্ছে আর্সেনাল। জয়ের ধারায় ফিরেছে মিকেল আর্তেতার দল। চেনা ছন্দের আর্সেনাল কতোটা ভয়ংকর হতে পারে সেটা দেখলো ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। তাদেরকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে ‘গানার্স’রা।

শনিবার (৩০ নভেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাতে আর্সেনালের হয়ে গোলের খাতায় নাম লেখান গাব্রিয়েল মাগালিয়াইস, লিয়ান্দ্রো ট্রোসার্ড, মার্টিন ওডেগোর, কাই হাভার্টজ ও বুকায়ো সাকা। প্রতিপক্ষের হয়ে দুটি গোল শোধ করেন অ্যারন ওয়ান বিসাকা ও এমারসন পালমেরি।

ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ করে যায় আর্সেনাল। তাতে ম্যাচের মাত্র দশম মিনিটেই এগিয়ে যায় গেল মৌসুমের রানার্সআপরা। বুকায়ো সাকার কর্নারে হেডে দলকে এগিয়ে নেন গাব্রিয়েল। 

আরো পড়ুন:

গোল পেয়ে উজ্জীবিত হয়ে ওঠে তারা। চাপ ধরে রেখে ২৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আর্সেনাল। ডান দিক দিয়ে বক্সে ঢোকা সাকাকে বাধা দিতে এগিয়ে যান গোলররক্ষক। তাকে এগিয়ে আসতে দেখে সাকা পাস দেন বাঁ দিকে। অনায়াসে ফাঁকা জালে বল পাঠান ট্রোসার্ড।

দুই গোল খেয়ে রক্ষণে এলোমেলো হয়ে পড়ে ওয়েস্ট হ্যাম। এরপরই খেই হারিয়ে ফেলে তারা। এই সুযোগে আরও দুইবার তাদের জাল কাঁপিয়ে দেয় আর্সেনাল। প্রথমে লুকাস পাকেতার ফাউলের জেরে পাওয়া পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন ওডেগার। এরপর জাল খুঁজে নেন হাভার্টজ।

চার গোলে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ায় ওয়েস্ট হ্যাম। তারাও পাল্টা আক্রমণে দুই গোল শোধ করে। বিসাকা ব্যবধান কমানোর পর ফ্রি কিকে স্কোরলাইন ৪-২ করেন এমারসন। এটুকুই, বাকি সময়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি ওয়েস্ট হ্যাম বরং আরও এক গোল হজম করতে হয় তাদেরকে।

গাব্রিয়েল ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্সেনাল এবং সাকার সফল স্পট কিকে ফের তিন গোলের ব্যবধানে এগিয়ে যায় দলটি। এই ব্যবধান নিয়েই তিন পয়েন্ট পেয়ে মাঠে ছাড়ে আর্সেনাল।

এই জয়ে ১৩ ম্যাচে সাত জয় ও চার ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল। সমান ২৩ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে ব্রাইটন ও ম্যানচেস্টার সিটি। শিরোপাধারী সিটি অবশ্য একটি ম্যাচ কম খেলেছে। সিটির সমান ১২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।

ঢাকা/বিজয়


সর্বশেষ

পাঠকপ্রিয়