নেপালকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

যুব এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালকে ৫ উইকেটে হারিয়ে সেমিফাইনালে নাম লিখিয়েছে বাংলাদেশ। আজ রোববার (০১ ডিসেম্বর, ২০২৪) বিকেলে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নেপাল অনূর্ধ্ব-১৯ দল আগে ব্যাট করতে নেমে ৪৫.৪ ওভারে ১৪১ রানে অলআউট হয়। জবাবে ২৮.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪২ রান তুলে জয় নিশ্চিত করে বাংলাদেশ। নিশ্চিত করে সেনমিফাইনাল।
এই জয়ে ২ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলেরৈ দ্বিতীয় স্থানে। সমান ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল আছে শীর্ষে। দুটি করে ম্যাচ খেলে এখনও কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি আফগানিস্তান ও নেপাল দল।
শেষ ম্যাচে মঙ্গলবার গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশের যুবারা।
রান তাড়া করতে নেমে ১ রানেই উইকেট হারায় বাংলাদেশ। কালাম সিদ্দিকী ২ বল খেলে ডাক মেরে ফেরেন হেমন্ত ধামির বলে এলবিডব্লিউ হয়ে। সেখান থেকে জাওয়াদ আবরার ও অধিনায়ক আজিজুল হাকিম তামিম ৯০ রানের জুটি গড়ে দলের জয়ের ভিত গড়ে দেন। অবশ্য ৯১ রানে গিয়ে দুই-দুটি উইকেট হারায় বাংলাদেশ। প্রথমে ৫ চার ও ৪ ছক্কায় ৫৯ রান করা আববার আউট হন যুবরাজ খাত্রির বলে অভিষেক তিওয়ারির হাতে ক্যাচ দিয়ে। নতুন ব্যাটসম্যান মোহাম্মদ জেমস বোল্ড হয়ে যান পরের বলেই।
এরপর তামিম ও ফরিদ হাসান চতুর্থ উইকেটে ৪৩ রানের জুটি গড়ে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান। কিন্তু দলীয় ১৩৪ রানের মাথায় ফরিদ ও রিজান হোসেনকে ফিরিয়ে বাংলাদেশকে ধাক্কা দেন খাত্রি। অবশ্য তামিম ২ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৫২ রানের ইনিংস খেললে বাংলাদেশের জয় পেতে সমস্যা হয়নি। তার সঙ্গে দেবাশীষ দেবা ৫ রানে অপরাজিত থাকেন।
বল হাতে নেপালের খাত্রি ৬ ওভারে ১ মেডেনসহ ২৩ রান দিয়ে নেন ৪টি উইকেট। অপর উইকেট নেন ধামি।
তার আগে বাংলাদেশের বোলিং তোপের মুখে নেপালের ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিল চলে। তার মধ্যে মাত্র তিনজন দুই অঙ্কের কোটায় রান করতে পারে। উদ্বোধনী ব্যাটসম্যান আকাশ ত্রিপাঠি ৫ চারে করেন সর্বোচ্চ ৪৩ রান। এছাড়া উত্তম মাগার ২ চারে ২৯ ও অভিষেক ১ চার ও ১ ছক্কায় করেন সামন ২৯ রান। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি।
বাংলাদেশের রিজান হোসেন ৬ ওভারে ১ মেডেনসহ ৮ রান দিয়ে ২টি উইকেট নেন। ইকবাল হোসেন ইমন ৯ ওভারে ১ মেডেনসহ ২৪ রান নিয়ে নেন ২টি উইকেট। এছাড়া আল ফাহাদ ৭.৪ ওভারে ২৬ রানের বিনিময়ে নেন ২টি উইকেট।
ঢাকা/আমিনুল