ঢাকা     সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৭ ১৪৩১

ম্যানইউ-চেলসির জয়, পয়েন্ট হারালো টটেনহ্যাম

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৫, ১ ডিসেম্বর ২০২৪  
ম্যানইউ-চেলসির জয়, পয়েন্ট হারালো টটেনহ্যাম

ইংলিশ প্রিমিয়ার লিগে রবিবার (০১ ডিসেম্বর, ২০২৪) রাতে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। তাদের জয়ের দিনে পয়েন্ট হারিয়েছে টটেনহ্যাম হটস্পার। ম্যানইউ ৪-০ গোলে হারিয়েছে এভারটনকে। চেলসি ৩-০ ব্যবধানে জয় পেয়েছে অ্যাস্টন ভিলার বিপক্ষে। আর টটেনহ্যাম ১-১ গোলে ড্র করেছে ফুলহ্যামের সাথে।

ম্যানচেস্টার ইউনাইটেড ১৩ ম্যাচ থেকে ১৯ পয়েন্ট নিয়ে সেরা দশে উঠে এসেছে। তারা অবস্থান করছে নবম স্থানে। অন্যদিকে চেলসি ২৫ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। ২০ পয়েন্ট নিয়ে টটেনহ্যাম অবস্থান করছে সপ্তম স্থানে।

এভারটনের বিপক্ষে ঘরের মাঠে গোলের দেখা পেতে ৩৪ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় ম্যানইউকে। এ সময় কর্নার পায় রেড ডেভিলসরা। কর্নার থেকে ব্রুনো ফার্নান্দেসের বাড়িয়ে দেওয়া বল পেয়ে ডান পায়ের শটে জালে জড়ান মার্কাস রাশফোর্ড। ৪১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জশুয়া জির্কজি। বিরতির পর নিজের জোড়া গোল পূর্ণ করেন রাশফোর্ডও। আর ৬৪ মিনিটে এভারটনের পরাজয়ের কফিনে শেষ পেরেকটি ঠুকেন জির্কজি।

আরো পড়ুন:

অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় চেলসি। এ সময় নিকোলাস জ্যাকসন বাম পায়ের শটে গোল করেন। ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এনজো ফার্নান্দেস। পালমারের বাড়িয়ে দেওয়া বল পেয়ে ডান পায়ের শটে গোল করেন তিনি। বিরতির পর ৮৩ মিনিটে পালমার নিজেও পান গোলের দেখা। তাতে ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্লুজরা।

এদিকে ফুলহ্যামের বিপক্ষে প্রথমার্ধে টটেনহ্যাম কোনো গোলের দেখা পায়নি। বিরতির পর ৫৪ মিনিটে ব্রেনান জনসন গোল করে এগিয়ে নেন দলকে। ৬৭ মিনিটে ফুলহ্যামের টম কেইরনি গোল করে সমতা ফেরান। ৮৩ মিনিটে ফুলহ্যাম দশজনের দলে পরিণত হয়। কিন্তু সেটার সুবিধা নিতে পারেনি টটেনহ্যাম। তাতে ড্র ভিন্ন অন্য কোনো ফল হয়নি ম্যাচে।

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়