ঢাকা     সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৭ ১৪৩১

৩১ রানে ৮ উইকেট হারিয়ে জিম্বাবুয়ে ধরাশায়ী

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:১৩, ১ ডিসেম্বর ২০২৪  
৩১ রানে ৮ উইকেট হারিয়ে জিম্বাবুয়ে ধরাশায়ী

প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের সামনে টার্গেটটা যে খুব বড় ছিল তেমন নয়, ১৬৫ রান। কিন্তু ৩১ রানের ব্যবধানে ৮ উইকেট হারিয়ে তারা এই ম্যাচে হার মেনেছে ৫৭ রানে। তাতে পাকিস্তান সিরিজে এগিয়ে গেছে ১-০ ব্যবধানে।

রবিবার রাতে বুলাওয়েতে রান তাড়া করতে নেমে ৮.১ ওভারে ২ উইকেটে ৭৭ রান তুলেছিল জিম্বাবুয়ে। সেখান থেকে ১০৮ রানে যেতেই অলআউট হয়ে যায় তারা। তাদের মাত্র দুইজন ব্যাটসম্যান দুই অঙ্কের কোটায় রান করেন। তার মধ্যে সিকান্দার রাজা ৪ চারে ৩৯ ও মারুমানি ৪টি চার ও ১ ছক্কায় করেন ৩৩ রান। বাকিদের রান ছিল ৬,৬,৩,৫,৯,৫,০,০,০।

বল হাতে পাকিস্তানের সুফিয়ান মুকিম ৪ ওভারে ২০ রান দিয়ে ৩টি উইকেট নেন। আবরার আহমেদ ৩.৩ ওভারে ২৮ রান দিয়ে নেন ৩টি উইকেট। হারিস রউফ ৩ ওভারে ১৭ রান দিয়ে নেন ২টি উইকেট।

আরো পড়ুন:

তার আগে পাকিস্তানের যে ছয়জন ব্যাট করেন তাদের সবাই পান রানের দেখা। তার মধ্যে তায়িব তাহির ২৫ বলে  ৪টি চার ও ১ ছক্কায় করেন অপরাজিত ৩৯ রান। উসমান খান ৩০ বলে ২ চার ও ২ ছক্কায় করেন ৩৯। ইরফান খান ১৫ বলে ৩টি চারে করেন অপরাজিত ২৭ রান। এছাড়া সাইম আইয়ুবের ব্যাট থেকে ২ চার ও ১ ছক্কায় আসে ২৪ রান।

জিম্বাবুয়ের রিচার্ড এনগ্রাভা, সিকান্দার রাজা, ওয়েলিংটন মাসাকাদজা ও রায়ান বার্ল ১টি করে উইকেট নেন। ম্যাচসেরা হন তায়িব তাহির।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়