বেলিংহ্যাম-এমবাপ্পে জেতালেন রিয়ালকে
স্প্যানিশ লা লিগায় রবিবার (০১ ডিসেম্বর, ২০২৪) রাতে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। তারা ২-০ গোলে হারিয়েছে টেবিলের তলানির দিকের দল গেটাফেকে। রিয়ালের জয়ে গোলের দেখা পেয়েছেন জুদ বেলিংহ্যাম ও কিলিয়ান এমবাপ্পে।
এই জয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে রিয়াল। ১৩ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৩০ পয়েন্ট। ১৫ ম্যাচ থেকে অ্যাটলেটিকো মাদ্রিদ ৩২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও বার্সেলোনা ৩৪ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। পরের দুই ম্যাচে রিয়াল জয় পেলে বার্সা ও অ্যাটলেটিকোকে পেছনে ফেলে শীর্ষে অবস্থান নিবে।
এদিন ম্যাচের ৩০ মিনিটেই এগিয়ে যায় রিয়াল। এ সময় অ্যান্তোনিও রুদিগারকে বক্সের মধ্যে ফাউল করেন গেটাফের অ্যালান নাইয়োম। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে বেলিংহ্যাম গোল করে এগিয়ে নেন দলকে।
৩৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। এ সময় পাল্টা আক্রমণে ওঠে রিয়াল। মাঝমাঠের একটু সামনে থেকে বেলিংহ্যাম বল বাড়িয়ে দেন ডানদিকে থাকা এমবাপ্পেকে লক্ষ্য করে। বল পেয়ে দ্রুত ডি বক্সের দিকে যান তিনি। কিন্তু তাকে রুখতে দুইজন রক্ষণভাগের খেলোয়াড়ও তার সঙ্গে ছিলেন। তাদের ফাঁকি দিয়ে ডি বক্সের বাইরে থেকে দূরের পোস্টে বুলেট গতির শট নেন ফ্রান্সের তারকা। বল পোস্টে লেগেও জালে প্রবেশ করে। তাতে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় কার্লো আনচেলোত্তির শিষ্যরা।
বিরতির পর অবশ্য ম্যাচে আর কোনো গোল হয়নি। ২-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বেলিংহ্যাম-এমবাপ্পেরা।
আগামী বুধবার পরের ম্যাচে অ্যাথলেটিক বিলবাওর মুখোমুখি হবে লস ব্লাঙ্কোসরা।
ঢাকা/আমিনুল