ঢাকা     মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৩ ১৪৩১

ইয়ামালের বুটে কেন মেসির নাম, যা জানা গেল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৯, ২ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১১:৫৯, ২ ডিসেম্বর ২০২৪
ইয়ামালের বুটে কেন মেসির নাম, যা জানা গেল

ইয়ামালের বুটে মেসির নাম।

বার্সেলোনা ও লাস পালমাসের মধ্যকার ম্যাচে লামিনে ইয়ামাল যখন ডাগ আউটে বসে আছেন, তার বুটের একটি জায়গায় দেখা গেল লিওনেল মেসির নাম। পরে এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে যায়। নেটিজেনদের প্রশ্ন, ইয়ামালের বুটে কেন মেসির নাম?

মেসির প্রতি ইয়ামালের অন্যরকম টান আছে, সেটা জানা কথা। তার আইডলও বার্সেলোনার কিংবদন্তি ফুটবলার। তবে বুটে মেসির নাম খোদাই করার কারণ অবশ্য ভিন্ন। জানা গেছে, মেসি লেখা এই বুট শুধু ইয়ামাল একাই পরবেন না। এই বুট পরবেন আরো ৯ ফুটবলার।

ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাসের প্রচারণামূলক ‘মেসি+১০’ ক্যাম্পেইনের জন্য বিশেষ এই বুটটি পরবেন নির্বাচিত ১০ ফুটবলার। নারী-পুরুষ মিলিয়ে এই ফুটবলারদের মেসি নিজেই বাছাই করেছেন। অক্টোবরের ১০ তারিখ অ্যাডিডাসের ‘মেসি ডে’ উপলক্ষ্যে এই উদ্যোগ। 

আরো পড়ুন:

ইয়ামাল ছাড়াও মেসির এই উদ্যোগে যুক্ত আছেন ক্লদিও এচেভেরি, জেডিন শ, আন্তনিও নুসা, জোয়েল এনদালা, লিন্ডা কাইসেদো, ভিকি লোপেজ, কেনান ইলদিজ, আসান উয়েদরাওগো এবং এলিয়েসে বেন সেগির। এরা সবাই তরুণ ফুটবলার।

এই উদ্যোগ নিয়ে মেসি বলেছিলেন, ‘ফুটবল আমার আবেগ। অ্যাডিডাসের সঙ্গে নিজের বুট নিয়ে আসতে পারাটা স্বপ্ন সত্যি হওয়ার মতো। আমি এই তরুণদের প্রতি খুবই কৃতজ্ঞ যে তারা এই বুট পছন্দ করেছে এবং এগুলো পরে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে।’

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়