কোয়েটজিকে হারিয়ে বড় ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা
ইনজুরিতে ছিটকে গেছেন জেরাল্ড কোয়েটজি।
পাকিস্তান সিরিজের আগে বড় ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা। কুঁচকির চোটে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টসহ পাকিস্তানের বিপক্ষে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন ফাস্ট বোলার জেরাল্ড কোয়েটজি।
শ্রীলঙ্কার বিপক্ষে ডারবান টেস্টে চতুর্থ দিনে বোলিং করার সময় চোট পান কোয়েটজি। পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, অন্তত ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে এই ফাস্ট বোলারকে। তার জায়গায় দলে নেওয়া হবে আরেক ফাস্ট বোলার কোয়েনা মাফাকাকে।
কোয়েটজির ইনজুরি নিয়ে দক্ষিণ আফ্রিকার কোচ শুক্রি কনরাড জানিয়েছেন, লাঞ্চের পর কোয়াটজি তাকে বলেছেন যে তিনি কুঁচকিতে অস্বস্তি অনুভব করছেন। এরপর মধ্যাহ্ন বিরতি শেষে তিনি আর মাঠে নামেননি।
কোয়েটজির অনুপস্থিতি দক্ষিণ আফ্রিকার দুশ্চিন্তা বাড়িয়ে দিল। কেননা, এর আগে ডান হাতের মধ্যমা আঙুল ভেঙে যাওয়ায় তারা ইতিমধ্যেই ফাস্ট-বোলিং অলরাউন্ডার উইয়ান মুল্ডারকে হারিয়েছে। এবার ইনজুরির মিছিল আরো দীর্ঘায়িত হলো।
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে রাবাদার সঙ্গে বোলিংয়ে জুটি বাঁধবেন মার্কো জানসেন। এই দুজনের সঙ্গে তৃতীয় পেসার হিসেবে দেখা যেতে পারে ডেন প্যাটারসনকে। দলের বাকি পেসারদের মধ্যে নান্দ্রে বার্গার পিঠের চোটের কারণে বাইরে। লুঙ্গি এনগিডিও জানুয়ারির পর ফিরবেন।
৫ ডিসেম্বর দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। সেন্ট জর্জে এই টেস্ট শেষে তারা পাকিস্তানের বিপক্ষে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলবে। সিরিজে তিনটি টি-টোয়েন্টি ও ওয়ানডের সঙ্গে দুটি টেস্ট ম্যাচ রয়েছে।
ঢাকা/বিজয়