ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

তানজিমের মাপা বোলিং, জিতল গায়ানা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৩, ২ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১২:২৭, ২ ডিসেম্বর ২০২৪
তানজিমের মাপা বোলিং, জিতল গায়ানা

উইকেট পাবার পর তানজিমকে ঘিরে সতীর্থদের উদযাপন।

এক ম্যাচ বাদে আবারো জয়ের ধারাবাহিকতায় ফিরেছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। দলের জয়ে চেনা ছন্দে বোলিং করেছেন বাংলাদেশের তানজিম হাসান সাকিব। মাপা বোলিংয়ে দলকে জেতাতে বড় ভূমিকা রেখেছেন এই পেসার। তাতে হ্যাম্পশায়ারকে ৪ উইকেটে হারিয়েছে ইমরান তাহিরের দল।

সোমবার (২ ডিসেম্বর) গ্লোবাল সুপার লিগের ম্যাচে প্রভিডেন্সে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৪৬ রান জড়ো করে হ্যাম্পশায়ার। 

দলের পক্ষে ৫৪ বলে ৮টি চার ও ২টি ছক্কায় সর্বোচ্চ ৭৯ রান করেন শান মাসুদ। এছাড়া ৯ বলে ২২ রান করে অপরাজিত ছিলেন টবি আলবার্ট। ১৭ রানে অপরাজিত থাকেন অলরাউন্ডার জেমস ফুলার।

আরো পড়ুন:

গায়ানার হয়ে বল হাতে মাপা বোলিং করেছেন তানজিম। ৪ ওভারে মাত্র ২৬ আন খরচ করে একটি উইকেট ঝুলিতে পুরেন। দলের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট নেন অধিনায়ক ইমরান তাহির।

জবাব দিতে নেমে দলীয় ১৮ রানে কেভলন অ্যান্ডারসন ও শাই হোপকে হারিয়ে ফেলে গায়ানা। দ্বিতীয় উইকেট জুটিতে সেই চাপ সামাল দেন মঈন আলী ও শিমরন হেটমেয়ার। দুজনই দলকে দাঁড় করিয়ে বিশের ঘরে রান করে বিদায় নেন। মঈন ২০ ও হেটমেয়ার ২৪ রান করেন।

এরপর মাপা ব্যাটিং করেন রস্টন চেজ (২৬ বলে ৩৩) ও গুদাকেশ মোতি (১০ বলে ১৬)। শেষদিকে হাসান খানের ১৮ বলে অপরাজিত ২৭ ও রোমারিও শেফার্ডের ৫ বলে ১১ রানের ইনিংসে ১০ বল ও ৪ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় গায়ানা।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়