ওয়ানডে সিরিজে নেই শান্ত-মুশফিক-তাওহীদ, ফিরলেন আফিফ
চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলা হচ্ছে না বাংলাদেশের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। শুধু শান্ত-ই নন, মুশফিকুর রহিম ও তাওহীদ হৃদয়ও ক্যারিবীয়ান দ্বীপপুঞ্জে ওয়ানডে খেলতে পারছেন না।
তিন ওয়ানডের জন্য আজ সোমবার (০২ ডিসেম্বর, ২০২৪) দুপুরে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ানডে দলে এক বছর পর ফিরেছেন আফিফ হোসেন। সবশেষ আফগানিস্তান সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন ব্যাটসম্যান জাকির হাসান।
সেন্ট কিটসে তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে। প্রথম ওয়ানডে ৮ ডিসেম্বর। পরের দুইটি ওয়ানডে যথাক্রমে ১০ ও ১২ ডিসেম্বর।
সাকিব আল হাসান দেশের বাইরে ওয়ানডে সিরিজে থাকবেন কিনা সেটা নিয়ে উঠছিল প্রশ্ন। নির্বাচক, বিসিবি সভাপতি কেউ-ই আশার কোনো কথা শোনাচ্ছিলেন না। তেমনটাই হলো। সাকিবকে এই সিরিজেও রাখা হয়নি। সবশেষ আফগানিস্তান সিরিজেও তাকে দলে রাখা হয়নি। আগামী বছর চ্যাম্পিয়নস ট্রফির আগে ওয়েস্ট ইন্ডিজ সিরিজই ছিল সবশেষ ওয়ানডে সিরিজ। এজন্য সাকিবের অংশ নেওয়া এখন চরম অনিশ্চয়তায় পড়ে গেল। শুধু তাই নয়, তার আন্তর্জাতিক ক্যারিয়ারেরও শেষ হয়ে যাচ্ছে অচিরেই।
অধিনায়ক শান্ত ও অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিক এর আগে টেস্ট সিরিজও মিস করেছেন। মুশফিক সবার আগে ছিটকে যান। আফগানিস্তানের বিপক্ষে শারজাহতে গত মাসে ওয়ানডে ম্যাচে উইকেটকিপিং করার সময় আঙুলে চোট পান। ডিআইপি জয়েন্টের কাছে বাম তর্জনীতে একটি চিড় ধরা পড়ে। তাৎক্ষণিক আফগানিস্তান সিরিজ ও ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজ থেকে ছিটকে যান। এবার ওয়ানডে সিরিজও মিস করতে যাচ্ছেন। ক্যারিয়ারের শেষ প্রান্তে চলে আসা মুশফিকের আরেকবার ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে না পারার সম্ভাবনাই বেশি। ২০২৭ এফটিপি পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজে আর কোনো সফর নেই বাংলাদেশের।
শান্ত আফগানিস্তান সিরিজেই চোটে পড়েন। দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় তার কুঁচকিতে টান পড়ে। একই কারণে তাওহীদের যাওয়া হচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ। ডানহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান বগুড়ায় ব্যক্তিগত অনুশীলনের সময় কুঁচকির চোটে পড়েন।
বিসিবির স্পোর্টস ফিজিশিয়ান মনজুর হোসেন চৌধুরী বলেছেন, ‘‘হৃদয় তার ডান কুঁচকির অঞ্চলে ব্যথার কথা বলেছিলেন এবং পরবর্তীতে আমরা তার চোট নিশ্চিত করি। তাকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে এবং দুই সপ্তাহের ভেতরে আমরা তার খেলার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারব।’’
২০২৩ সালের ডিসেম্বরে আফিফ সবশেষ জাতীয় দলের হয়ে ওয়ানডে খেলেছেন। বাদ পড়ার পর তেমন নজরকাড়া পারফরম্যান্স ছিল না তার। এইচপির হয়ে ডারউইনে খেলতে গিয়েও ব্যাটে রান ছিল না তার। সবশেষ ঢাকা লিগেও আফিফের পারফরম্যান্স আহামরি ভালো ছিল না। ১৩ ম্যাচে করেছেন ২৯৪ রান। গ্লোবাল টি-টোয়েন্টি খেলতে আফিফ এখন গায়ানাতে রয়েছেন।
বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, আফিফ হোসেন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।
ঢাকা/ইয়াসিন/আমিনুল